ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে রানের পাহাড় গড়তে যাচ্ছে। কাইরান পাওয়েল ও শিবনারায়ন চন্দরপলের শতকে প্রথম টেস্টের প্রথম দিন শেষে তাদের সংগ্রহ চার উইকেটে ৩৬১ রান।
ওয়েস্ট ইন্ডিজ: প্রথম ইনিংস-৩৬১/৪ (৯০ ওভার)
অভিষেক টেস্টে তিন উইকেট নিয়েছেন সোহাগ গাজী। ৩২ ওভারে ৯৭ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন ডানহাতি এ অফ স্পিনার।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং নিয়ে দারুণ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারে তোলে ১৮ রান। টেস্টে অভিষিক্ত সোহাগ গাজীর উদ্বোধনী ওভারে দুটি ছয়সহ ১৪ রান নেন ক্রিস গেইল। ওই ওভারে বাইরান হয়েছে আরও চার।
প্রথম ওভারে গেইল তান্ডবের পরেও ভয়ে সিটকে যাননি সোহাগ। ক্যারিবীয়ান শিবিরে প্রথম আঘাত লেগেছে ডানহাতি এই অফ স্পিনারের ওভারেই। ব্যক্তিগত ২৪ রানে ক্রিস গেইলকে সাজঘরে ফেরান তিনি। লাফিয়ে উঠা বলে ছয় হাঁকাতে গিয়ে লং অফে মাহমুদউল্লাহ’র হাতে ক্যাচ হন মারকুটে ব্যাটসম্যান গেইল।
অষ্টম ওভারের প্রথম বলে কাইরান পাওয়েলের উইকেটও পেয়ে গিয়েছিলেন সোহাগ। ফিল্ডারের হেলমেটে লাগায় ক্যাচ হওয়ার পরও আউট হননি তিনি। ফলে আম্পায়ার ডেড বল হিসেবে গর্ণ করেন।
দ্বিতীয় উইকেটটিও সোহাগের দখলে। দলীয় ৭৪ রানে ড্যারেন ব্রাভো উইকেট শিকার করেন। পয়েন্টে রুবেলের হাতে ক্যাচ দেন ব্রাবো। ১৬ রান করেছেন তিনি।
তৃতীয় উইকেটের পতন হয় দলীয় ১০৬ রানে। এবার জুটি ভাঙ্গেন পেসার সাহাদাত হোসেন। মার্লন স্যামুলেসকে ক্যাচ আউট করেন ব্যক্তিগত ১৬ রানে। ক্যাচটি নিয়েছেন সোহাগ।
ব্যক্তিগত সাত রানে পূর্নজীবন পাওয়া পাওয়েল শতক করে শেষপর্যন্ত সোহাগের বলেই আউট হয়েছেন। ১১৭ রানে বোল্ড হয়েছেন। ১৮টি চার ও একটি ছয়ের মার দিয়ে সাজিয়েছেন নিজের ইনিংসটি। টেস্টে এটি তার দ্বিতীয় শতক। দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম শতক করেন পাওয়েল।
ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপল ২৬তম টেস্ট শতক করে অপরাজিত আছেন। ১৭টি চারের সাহায্যে ১৯৫ বলে ১২৩ রান করেছেন তিনি। আরেক অপরাজিত ব্যাটসম্যান সহ-অধিনায়ক দিনেশ রামদিন ৫২ রান করেছেন। বুধবার দ্বিতীয় দিন ব্যাট করবেন এই জুটি।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, জুনায়েদ সিদ্দিক, নাঈম ইসলাম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদুল্লাহ (সহ-অধিনায়ক), নাসির হোসেন, সোহাগ গাজী, রুবেল হোসেন, সাহাদাত হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ: ক্রিস গেইল, কাইরান পাওয়েল, ড্যারেন ব্রাভো, মার্লন স্যামুয়েলস, শিবনারায়ন চন্দরপল, দিনেশ রামদিন, ড্যারেন স্যামি (অধিনায়ক), টিনো বেস্ট, সুনিল নারিন, ভিরাসামি পেরমল, রবি রামপল।