সোহাগ গাজীকে খেলাবেন এমন পরিকল্পনা আগে থেকেই ছিলো জাতীয় দল নির্বাচকদের। মঙ্গলবার তিনি খেললেনও। অভিষেক টেস্টের প্রথম ওভারে ১৪ রান দিলেও দিন শেষে তিনিই সফল বোলার। ৩২ ওভারে ৯৭ রান দিয়ে শিকার করেন তিন উইকেট। ক্রিস গেইল, কাইরান পাওয়েল ও ড্যারেন ব্রাভোকে আউট করেছেন তিনি। খেলা শেষে সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ম্যাচের অভিজ্ঞতা সম্পর্কে বলছিলেন সোহাগ গাজী।
প্রশ্ন: প্রথম ওভারে ১৮ রান দেওয়ার পর কি মনে হয়েছে?
সোহাগ গাজী: আগে থেকে প্রস্তুতি ছিলো গেইল আক্রমণে থাকলে আমি প্রথম ওভার করবো। ওই ভাবে প্রস্তুতি নিয়ে বোলিং করেছি, কি আর করা ওইরকম হয়নি। কিন্তু দ্বিতীয় ওভারে আমার প্রস্তুতি ছিলো যে, কিছু একটা করতে হবে। ভালো করে বল করতে হবে, বেশি করে ডট বল করতে হবে। কে আক্রমণে ছিলো আমি তা ভাবিনি।
প্রশ্ন: প্রথম ওভার করার পর অধিনায়ক আপনাকে কি বলেছেন?
সোহাগ গাজী: অধিনায়ক একটা কথাই বলেছেন ও (ক্রিস গেইল) তোমার বল স্বচ্ছন্দে খেলতে পারছে না। এ জন্য তোমাকে আক্রমণ করেছে। তুমি ভালো করে বল করো, যে জায়গা করছিলে।
প্রশ্ন: যে বলে গেইল আউট হলো বলটা কেমন ছিলো, ভিন্ন কোন অ্যাকশন?
সোহাগ গাজী: প্রথম দিকে উইকেটে একটু টার্ন ছিলো। বলটা একটু টার্ন করেছিলো। সে চেষ্টা করেছে মিডঅনের ওপর দিয়ে খেলার। কিন্তু হয়নি।
প্রশ্ন: গেইলের উইকেট নেওয়ার কোন পরিকল্পনা ছিলো?
সোহাগ গাজী: গেইলের উইকেট নেবো এমন কোন টার্গেট ছিলো না। আমার ইচ্ছে ছিলো আমি যদি খেলি ভালো করে বোলিং করবো। আমার লাইন লেন্থ অনুযায়ী বোলিং করবো। গতবছর (২০১০-২০১১ মৌসুম) জাতীয় লিগে যে বোলিং করেছি ওই অনুযায়ী বোলিং করতে চেষ্টা করেছি। চেষ্টা করছি ভালো করার।
প্রশ্ন: গেইলের উইকেট পাওয়ায় পর সেলিব্রেশনটা কেমন হলো?
সোহাগ গাজী: সেলিব্রেশন করতে আমার ভালো লাগে। সে গেইল হোক বা অন্য কেউ হোক উইকেট পাওয়ার পর জাতীয় লিগে যেভাবে আনন্দ করি, ঠিক সেভাবে করেছি।
প্রশ্ন: আপনি আগে কখনো বোলিং ওপেন করেছেন?
সোহাগ গাজী: প্রথম শ্রেণীর ক্রিকেটে বরিশাল বিভাগের হয়ে বোলিং ওপেন করেছি। জাতীয় লিগে বোলিং ওপেন করায় আত্মবিশ্বাস ছিলো।
প্রশ্ন: সাকলাইন মুস্তাকের কাছ থেকে কোন পরামর্শ নিয়েছিলেন?
সোহাগ গাজী: লাঞ্চের পরে পাওয়েল যে শতক করলো, আমি কোচের (সাকলাইন) কাছে জিজ্ঞেস করেছি তাকে (পাওয়েল) কোন পরিকল্পনায় বোলিং করা যায়। তিনি আমাকে বলেছেন, তুমি রাউন্ড দ্যা উইকেটে বোলিং কর। সিক্স-থ্রি পজিশন দেখে বোলিং কর।
প্রশ্ন: খেলার আগে কি বলেছিলেন?
সোহাগ গাজী: খেলার আগে একটা টিপসই দিয়েছেন, ভালো কর, তুমি পারবে। আসলে তিনি আমাকে সাহস দিয়েছেন।
প্রশ্ন: এখন আপনাদের পরিকল্পনা কি?
সোহাগ গাজী: আমাদের পরিকল্পনা যত কম রানে তাদেরকে আটকাতে পারি। যেহেতু পিচ ফ্ল্যাট হয়ে গেছে আমাদের চেষ্টাই থাকবে ভালো করে বোলিং করা, কম রানে আউট করা।