১৬ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘ওল্ড ইজ গোল্ড’ শিরোনামে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে।এখানে এক সাথে গান পরিবেশন করবেন বাংলাদেশের জনপ্রিয় ১০টি গানের দল।
তারা হলেন- ফিডব্যাক, সোলস, এলআরবি, নগর বাউল (জেমস), ওয়ারফেজ, মাকসুদ ও ঢাকা, ডিফারেন্ট টাচ, নোভা, আর্ক ও প্রমিথিউস ।
‘ওল্ড ইজ গোল্ড’ শিরোনামের কনসার্টটির আয়োজন করেছে আয়েশা মেমোরিয়াল স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ।
এ কনসার্টের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। আর টিকিটগুলো পাওয়া যাবে- হেলভেশিয়া ফাস্টফুড (ঢাকার সব শাখা), আনন্দ কনফেকশনারি (শাহীন কলেজ সংলগ্ন), আয়েশা মেমোরিয়াল হাসপাতাল কফি হাউস (মহাখালী), এবিসি রেডিও অফিস (কারওয়ান বাজার) ও ঘুড্ডিতে (লেভেল-৬, বসুন্ধরা সিটি)।