হাসিনা-মিখাইল বৈঠক, ১২ চুক্তি সই

হাসিনা-মিখাইল বৈঠক, ১২ চুক্তি সই

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচের মধ্যে দ্বিপাক্ষীক বৈঠকে ১২টি চুক্তি ও সমঝোতা স্বারক সই হয়েছে।

বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে দুই দেশের মধ্যে এই চুক্তি সই সম্পাদন হয়।

সোমবার বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা সাতটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারকে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে মিখাইল মিয়াসনিকোভিচের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী তুলে দেন শেখ হাসিনা।

মধ্যাহ্নভোজের পর বেলারুশের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন মিখাইল মিয়াসনিকোভিচ। সেখানেও বেসরকারি পর্যায়ে কয়েকটি চুক্তি হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, তিন দিনের রাষ্ট্রীয় সফরে রোববার ঢাকায় আসেন বেলারুলেশ প্রধানমন্ত্রী। সফরের দ্বিতীয় দিনে দ্বিপক্ষীয় বৈঠক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর তিনি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নিতে হোটেল সোনারগাঁওয়ে যান।

বাংলাদেশ