অর্থমন্ত্রীকে কথা কম বলার অনুরোধ নাসিমের

অর্থমন্ত্রীকে কথা কম বলার অনুরোধ নাসিমের

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে কম কথা বলার অনুরোধ করলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, অর্থমন্ত্রী আপনি আমাদের মুরব্বী। কম কথা বললে আমরা খুশি হই। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সাবেক মন্ত্রী রাশেদ মোশারফ স্মরণ সভায় বিরোধী দলীয় নেত্রীর উস্কানিমূলক বক্তব্য-জামায়াত শিবিরের অপরাজনীতি সরকারের করণীয় শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমী ঢাকা মহানগর কমিটি।   সম্প্রতি ‘দেশের উন্নয়নে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস একটি বাধা’  অর্থমন্ত্রী এমন মন্তব্য করায় তিনি দলের মধ্যে এবং বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল- আলম হানিফ বলেছেন এটা তার (অর্থমন্ত্রীর) ব্যক্তিগত মন্তব্য।   আওয়ামী লীগকে ‘এক ঘরে’ করার বিরোধী দলীয় নেত্রীর আহ্বানের প্রেক্ষিতে মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগ এক ঘরে নয়, প্রত্যেক ঘরে ঘরে আছে। জামায়াতকে নিয়ে ঘর করলে আগামি জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ বিএনপিকে এক ঘরে করবে।  তিনি বলেন, দেশে-বিদেশে বেগম জিয়া যতই বলুক, তিনি জঙ্গিবাদীদের ছাড়তে পারবেন না। কারণ তার রাজনীতি তাদের নিয়েই। আগামিতে বিএনপি ক্ষমতায় আসলে দেশে আবার জঙ্গিবাদের সৃষ্টি হবে।  রামুতে বেগম জিয়ার বক্তব্য মাঠ গরম করা ছাড়া আর কিছুই নয় মন্তব্য করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষমতায় যেতে বিরোধী দলীয় নেত্রী মিথ্যাচার করেছেন। তিনি বলেছেন, আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে আঁতাত করছে। তার উক্তি নির্লজ্জ মিথ্যাচার ছাড়া কিছুই নয়।  জামায়াত-শিবিরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রকাশ্য ঘোষণা দেয়ার চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, সাহস থাকলে প্রকাশ্যে ঘোষণা দিন, আপনি জামায়াত-শিবিরের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রাখবেন না। আপনার সেই সাহস নেই। মনে জোর নেই। ওদের নিয়ে গোপনে নয়, প্রকাশ্যে রাজনীতি করেন।  তিনি বলেন, আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি, জঙ্গি দমনের রাজনীতি করি। বিদ্যুৎ সংকট সমাধানের মধ্য দিয়ে দ্রব্যমূল্য কমিয়ে আগামি জাতীয় সংসদ নির্বাচন করবো। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাও দ্বিতীয় বারের সুযোগ চেয়েছেন। আমরাও আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেই জনগণের কাছে দ্বিতীয় বারের মতো সুযোগ চাবো। জনগণ সুযোগ দিলে ক্ষমতায় আসবো।  দেশে আর কোনো এক এগারো সৃষ্টি হতে দেয়া হবে না মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, আর কেউ এক-এগারো করার সাহস পাবে না। আগামি জাতীয় সংসদ নির্বাচন শক্তিশালী কমিশনের অধীনেই হবে।  বিরোধী দলীয় নেত্রীর উদ্দেশে তিনি বলেন, আপনি যতই লন্ডন, চীন, দিল্লি গিয়ে জঙ্গিবাদীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেন তাতে কাজ হবে না। কারণ তারা ক্ষমতায় বসাবে না। ক্ষমতায় বসাবে দেশের জনগণ। দেশের জনগণকে বলুন আপনি আর জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়  দেবেন না।   এদেশে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া জঙ্গিবাদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।   সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা হুমায়ুন কবির মিজির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম রেজা প্রমুখ।

রাজনীতি