রাজধানীর ধানমন্ডিতে লিফলেট বিতরণকালে এসএম অনিরুদ্ধ ইস্পাহানী (২২) নামের এক ছাত্রশিবির কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে সাত মসজিদ এলাকা থেকে তাকে লিফলেটসহ আটক করা হয়।
এ প্রসঙ্গে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আটককৃত শিবিরকর্মী অনিরুদ্ধ সাত মসজিদ এলাকায় সরকারবিরোধী লিফলেট বিতরণ করছিল। খবর পেয়ে থানা পুলিশের একটি টিম তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বেশ কিছু লিফলেট উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে সে শিবিরের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করে জানায় মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল বলে জানিয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
আটককৃত শিবির কর্মীর পিতার নাম ইলিয়াস শেখ। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। হাতিরপুল এলাকায় বসবাস করে।