পুঁজিবাজারে ভয়াবহ ধসের সময়কালে অনৈতিকভাবে মার্জিন ঋণ সুবিধা নেয়ার অভিযোগে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিস লিমিটেডের বিশিষ্ট ৩ শেয়ার ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ তদন্ত কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ লক্ষে ২ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। গতকাল কমিশন তদন্তের আদেশ জারি করেছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।
সূত্রে আরো জানা যায়, অনৈতিকভাবে মার্জিন ঋণ সুবিধা নেয়ার অভিযোগে যাদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে তারা হলেন- মোহাম্মদ লুতফর রহমান (বি.ও নং- এস১০০০২), মেহজাবিন মোস্তফা ইমাম (বি.ও নং- এস১০০০৫) এবং আহসান ইমাম (বি.ও নং- এস ১০০২০)। এই ৩ ব্যক্তিকে ঋণ সুবিধা প্রদান করে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিস লিমিটেড। অনিয়ম প্রমাণ হলে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল ও ৩ শেয়ার ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবে কমিশন।
তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য কমিশনের গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন উপ-পরিচালক মো. ইউসুফ ভুঁইয়া এবং সহকারি পরিচালক মিসেস মাহমুদা শিরিন। ওই ৩ ব্যক্তির শেয়ার লেনদেন পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে বিশেষ তদন্ত প্রতিবেদন কমিশনে পেশ করতে বলা হয়েছে।
জানা যায়, এসইসি’র মার্জিণ ঋণ নীতিমালা অনুসারে কোনো কোম্পানি পুঁজিবাজারে নতুন তালিকাভুক্ত হলে কিংবা ক্যাটাগরি পরিবর্তন করলে পরবর্তী ৩০ কার্যদিবস সংশ্লিষ্ট শেয়ারের বিপরীতে মার্জিণ লোন সুবিধা বন্ধ থাকে। কিন্তু ওই ৩ ব্যক্তি ২০১০ সালের ৪ মার্চ ওশ্যান কন্টেইনারস লিমিটেডের শেয়ার এবং একই সালের ১ এপ্রিল আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট ক্রয়ের ক্ষেত্রে ঋণ সুবিধা গ্রহণ করে।
এসইসি’র জারি করা আদেশে আরো বলা হয়েছে, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিস থেকে ওই ৩ ব্যক্তির অনৈতিকভাবে মার্জিন ঋণ সুবিধা নেয়ার বিষয়টি কমিশন লক্ষ্য করেছে। জনস্বার্থে বিষয়টি নিয়ে বিশেষ তদন্ত হওয়া প্রয়োজন রয়েছে বলে কমিশন মনে করে। তাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার) বিধিমালা, ১৯৯৬ এর বিধি ৩৩(২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ১৭ক ধারা অনুযায়ী সামগ্রিক বিষয়টি তদন্তের জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব প্রদান করা হল।
এ বিষয়ে যোগাযোগ করলে সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিস লিমিটেডের এভিপি মো. আলমগীর হোসেন শেয়ারনিউজ২৪কে বলেন, আমরা তদন্ত সংক্রান্ত বিষয়ে এসইসি’র কোনো চিঠি হাতে পাইনি। তাই এ বিষয়ে কিছুই বলতে পারছি না।