মাইক্রোসফট উইন্ডোজ বিভাগের প্রধান সিনোফস্কির পদত্যাগ

মাইক্রোসফট উইন্ডোজ বিভাগের প্রধান সিনোফস্কির পদত্যাগ

বিশ্বের সবচেয়ে বড় সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশনের উইন্ডোজ বিভাগের প্রধান স্টিভেন সিনোফস্কি পদত্যাগ করেছেন। মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।

মাইক্রোসফট সূত্র সোমবার এক বিবৃতিতে জানায়, মাইক্রোসফটের তৈরি প্রথম ট্যাবলেট কম্পিউটার বাজারে আসার কয়েকদিনের মধ্যেই পদ ছেড়ে দিলেন তিনি। এই ট্যাবলেটটিই বিশ্ববিখ্যাত সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফটের তৈরি প্রথম কম্পিউটার।

গত মাসে নিউইয়র্কে মাইক্রোসফটের নতুন কম্পিউটার অপারেটিং সফটওয়্যার ‘উইন্ডোজ এইট’ উদ্বোধনেরও নেতৃত্ব দিয়েছিলেন সিনোফস্কি। মাইক্রোসফট জানিয়েছে, উইন্ডোজ বিভাগের নতুন প্রধান হিসেবে জুলি লারসন গ্রিন বিদায়ী প্রধান সিনোফস্কির স্থলাভিষিক্ত হচ্ছেন।

আন্তর্জাতিক