মনমোহন-কারজাই বৈঠক: চার চুক্তি

মনমোহন-কারজাই বৈঠক: চার চুক্তি

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই সোমবার বৈঠক করছেন। খনি, যুব, ক্ষুদ্র উন্নয়ন প্রকল্প ও রাসায়ণিক সার ইত্যাদি বিষয় নিয়ে চারটি চুক্তিও সই করেছে দুই দেশ।

নয়াদিল্লির বৈঠকে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক আলোচনার পাশাপাশি আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দানে ভারতের ভূমিকা বাড়ানোর বিষয়ে কথা বলেছেন দু’দেশের নেতা। যৌথভাবে দেওয়া এক বিবৃতিতে মনমোহন ও কারজাই জানিয়েছেন, ‘‘দ্বিপাক্ষিক সম্পর্কের পুরো বিষয় নিয়ে আমরা বিস্তারিত ও খোলামেলা আলোচনা করেছি। কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অগ্রগতি পুনর্মূল্যায়ণ করেছি আমরা। কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক উন্নয়নের প্রয়োজনের কথাও আমরা আলোচনা করেছি।’’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘‘আফগানিস্তানের পুনগর্ঠনে সহায়তা দেবে ভারত। আফগানিস্তানে স্থায়ী শান্তি অর্জনের চেষ্টাকে সমর্থন দেবো আমরা।’’

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সফর দু’দেশের সম্পর্ক আরো গভীর করবে বলেও আশা প্রকাশ করেন মনমোহন।

মনমোহনকে ‘আফগানিস্তানের ভালো বন্ধু’ হিসেবে উল্লেখ করে কারজাই বলেন, ‘‘আফগানিস্তান-ভারতের সম্পর্ক শত বছরের পুরোনো। সেই ভিতের ওপর গত বছর আমরা কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সম্পাদন করেছি।’’

ঐতিহ্যগতভাবে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন কারজাই।
আফগানিস্তানের পুনর্গঠন ও মেরামত প্রচেষ্টায় ভারতকে ‘হৃদয়বান সামনের সারির অংশীদার’ খেতাবও দেন কারজাই।

গত ৯ নভেম্বর চার দিনের দক্ষিণ এশিয়া সফর শুরু করেন হামিদ কারজাই। রোববার নয়াদিল্লিতে পৌঁছান তিনি। সোমবার সন্ধ্যায় টিন মূর্তিতে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্স আয়োজিত মাওলানা আবুল কালাম আজাদ স্মারক বক্তৃতা দেন তিনি।

ভারতের উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী ও বিরোধী দল ভারতীয় জনতা পার্টির নেতা সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করেছেন হামিদ কারজাই।

আন্তর্জাতিক