বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ৪০ টাকার স্মারক নোট আরো দুই লাখ মুদ্রণ হচ্ছে

বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ৪০ টাকার স্মারক নোট আরো দুই লাখ মুদ্রণ হচ্ছে

সংগ্রাহকদের মধ্যে চাহিদার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ৪০ টাকার স্মারক নোট আরো দুই লাখ পিস মুদ্রণ করবে বাংলাদেশ ব্যাংক। বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে গত ২৬ ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাংক এই নোট অবমুক্ত করে।
এ প্রসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা বিভাগের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম বাসসকে বলেন, ‘বিশেষ এই নোট অবমুক্ত করার পর সর্বসাধারণের কাছে তা প্রশংসিত হয় এবং অত্যাধিক চাহিদার কারণে বাংলাদেশ ব্যাংকে রক্ষিত স্টক দ্রুত ফুরিয়ে যায়। সংগ্রাহকদের এই চাহিদার কথা বিবেচনা করে আরো দুই লাখ নোট মুদ্রণের পদক্ষেপ নেয়া হয়েছে।’
বাংলাদেশ ব্যাংক প্রথমে দেড় লাখ নোট মুদ্রণ করে।
তিনি বলেন, ‘এর আগে কোন স্মারক নোট বা মুদ্রার প্রতি সংগ্রাকদের এ ধরনের চাহিদা লক্ষ্য করা যায়নি। চাহিদা থাকার কারণে মাত্র ২০ দিনের মাথায় দেড় লাখ নোটের স্টক শেষ হয়ে যায়।’
তিনি জানান, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসসহ বিভিন্ন শাখা অফিসে স্মারক নোট পাওয়া যাচ্ছে। পরবর্তীতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকে নগদ মূল্যে এই নোট সংগ্রহ করা যাবে।
ফোল্ডারসহ একটি স্মারক নোট ২০০ টাকা এবং শুধু খালি নোট ৪০ টাকায় পাওয়া যাচ্ছে।

অর্থ বাণিজ্য শীর্ষ খবর