কথা গান আর স্মৃতিচারণায় হুমায়ূন আহমেদের জন্মদিন

কথা গান আর স্মৃতিচারণায় হুমায়ূন আহমেদের জন্মদিন

১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৬৪ তম জন্মদিন। প্রতিবার এ লেখক ও নির্মাতা তার বন্ধু ও কাছের মানুষদের নিয়ে জন্মদিনটি পালন করতেন। কোন ঢাক-ঢোল পিটানো অনুষ্ঠান তিনি করতেন না। বাসায়ই থাকতেন সারাদিন। প্রিয়জনদের নিয়ে সময় কাটাতেন। গত জন্মদিনটা আমেরিকায় হাসপাতালেই পালন করেছেন। এবারের ১৩ নভেম্বর ধানমন্ডির দক্ষিণ হাওয়া ফ্ল্যাটের চিত্রটা কেমন হবে তা আন্দাজ করা যায়।

তবে সারা দেশে হুমায়ূন আহমেদের জন্মদিন পালনে নানা সংগঠন নানা ধরনের আয়োজন করেছে। নূহাশ পল্লীতেও থাকবে আয়োজন। আজ ১২ নভেম্বর মেহের আফরোজ শাওন নূহাশ পল্লী যাচ্ছেন। টেলিভিশন প্রযোজক সমিতি জন্মদিন পালনের জন্য অনুষ্ঠানের আয়োজন করেছে আজ ১২ নভেম্বর সন্ধ্যায়।

এদিকে হুমায়ূন আহমেদের জন্মদিনকে ঘিরে চ্যানেল আই দিনব্যাপী এক ব্যাতিক্রমী উৎসবের আয়োজন করেছে। এদিনকে হিমু দিবস হিসেবে পালন করা হবে। হিমু দিবসে থাকবে হুমায়ুন মেলা। হুমায়ুন মেলায় প্রায় সবার গায়ে থাকবে হলুদ পাঞ্জাবী।

মেলা মঞ্চে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা ও পছন্দের চলচ্চিত্র, নাটক-এর গান। থাকবে স্মৃতিকথা -স্মৃতিচারণ করবেন হুমায়ূন আহমেদের কাছের মানুষেরা। আরো থাকবে হুমায়ুন আহমেদের বই, চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডির ষ্টলসহ নানা আয়োজন। জন্মদিন উপলক্ষে প্রকাশিত হিমুর কথা ভিসিডির মোড়ক উন্মেচন করা হবে।

দিনব্যাপি অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে চ্যানেল আই  প্রাঙ্গনে। হুমায়ূন মেলার উদ্বোধন করবেন হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ। চ্যানেল আই সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত হুমায়ূন মেলা সরাসরি সম্প্রচার করবে।

চ্যানেল আইতে রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে হুমায়ূন আহমেদকে নিয়ে তথ্যচিত্র । সকাল ৭টায় ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে থাকবে হুমায়ূন আহমেদ-এর পছন্দের গান। গান গাইবেন এস আই টুটুল। গানের ফাঁকে ফাঁকে থাকবে স্মৃতিচারণা। বিকেল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে তথ্যচিত্রমুলক অনুষ্ঠান ‘বাদশাহ নামদার’ । এটি পরিচালনা করেছেন রাজু আলীম।

অনুষ্ঠানে থাকবে হুমায়ূন আহমেদের বই, নাটক, চলচ্চিত্র, স্বপ্নের নূহাশ পল্লী নিয়ে তথ্যচিত্র এবং স্মৃতিচারণমূলক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন সারা যাকের, সৈয়দ সালাহউদ্দিন জাকী, সুবীর নন্দী। উপস্থাপনায় আছেন গোলাম সারওয়ার। তথ্যচিত্রে আরো কথা বলেছেন আয়েশা ফয়েজ, আলী যাকের, জুয়েল আইচ, মাজহারুল ইসলাম ও মেহের আফরোজ শাওন।

মাছরাঙা টেলিভিশনে ১৩ নভেম্বর সকাল ৯ টা ৩০ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদের জীবনের গল্প নিয়ে অনুষ্ঠান ‘প্রামাণ্যচিত্র: হুমায়ূন আহমেদ`। সকাল ১০ টা ২ মিনিটে প্রচারিত হবে হুমায়ূন আহমেদ নির্মিত চলচ্চিত্র ‘দুই দুয়ারী’। দুপুর ২ টা ৩০ মিনিটে রয়েছে ‘প্রিয়জন হুমায়ূন’।

হুমায়ূন আহমেদের নাটক-সিনেমার গান এবং গানের অন্তরালের কথা নিয়ে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন সংগীতশিল্পী কুদ্দুস বয়াতি, সেলিম চৌধুরী এবং সংগীত পরিচালক মকসুদ জামিল মিন্টু। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানিয়া আহমেদ। প্রযোজনা করেছেন ফয়েজ রেজা। humaun

বিকাল ৫ টা ২ মিনিটে থাকছে সংগীতানুষ্ঠান ‘হুমায়ুন আহমেদের চলচ্চিত্রের গান’।
বাংলাভিশনে ১৩ নভেম্বর ১টা ৫ মিনিটে রয়েছে হুমায়ুন আহমেদের চলচ্চিত্র ‘আমার আছে জল’ এতে অভিনয় করেছেন জাহিদ হাসান, ফেরদৌস, শাওন, বিদ্যা সিনহা মীম প্রমুখ।

এনটিভিতে ১৩ নভেম্বর দুপুর ১২ টা ১০ মিনিটে প্রচার হবে সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘একান্তে হুমায়ূন আহমেদ’। গৌতম মন্ডলের প্রযোজনায় এই সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন চয়ন রহমান।

এ অনুষ্ঠানে হুমায়ুন আহমেদ আমেরিকায় অবস্থানকালে তাঁর মানসিক অবস্থা এবং অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন। আরো বলেছেন তাঁর সৃষ্টিশীল বিভিন্ন কাজ-কর্ম নিয়ে, ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে। ২২ মিনিট ব্যাপ্তির এই অনুষ্ঠানে হুমায়ূন আহমেদ দেশের শিল্প-সাহিত্য, সাংস্কৃতিক কর্মকান্ড, নাটক, সিনেমা ও রাজনীতি কথা বলেছেন।

বৈশাখী টিভিতে ১৩ নভেম্বর বিকাল ৪ টা ৩০ মিনিটে হুমায়ুন আহমেদের সিনেমার গান নিয়ে সাজানো হয়েছে ‘শুধু সিনেমার গান’র বিশেষ পর্ব। এটি প্রযোজনা করেছেন শারমীন দীপ্তি। রাত ৮ টা ৩৫ মিনিটে রয়েছে  হুমায়ুন আহমেদের উপর নির্মিত ‘ঢালিউড করচা’র বিশেষ পর্ব। দেবাশিষ বিশ্বাসের উপস্থাপনায় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আসছেন ডা. এজাজ ও স্বাধীন খসরু।

রাত ১১ টা ১০ মিনিটে লাইভ মিউজিক অনুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’র বিশেষ পর্ব। অনুষ্ঠানে সংগীত পরিবেশণ করবেন হুমায়ুন আহমেদের দুই প্রিয় শিল্পী সুবীর নন্দী, সেলিম চৌধুরী এবং অনুপমা মুক্তি। আলোচনায় অংশ নিবেন মকসুদ জামিল মিন্টু। ফারহানা নিশোর উপস্থাপনায় সময় কাটুক গানে গানে প্রযোজনা করবেন ইসলাম শফিক।

এছাড়াও বিটিভি ও অন্য স্যাটেলাইট চ্যানেলেও রয়েছে হুমায়ুন আহমেদের জন্মদিন নিয়ে নানা আয়োজন। রেডিও চ্যানেলগুলোতেও থাকবে নানা অনুষ্ঠান।

বিনোদন