গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাণিজ্য মন্ত্রণালয়
বাণিজ্য মন্ত্রীর দপ্তর।
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

স্মারক নং- ২৬.০০.০০০০.০০১.০৮.০০৮.২০১১-২৪৪                                   তারিখঃ ১২.১১.২০১২ খ্রিঃ

বিষয় ঃ প্রেস ব্রিফিং।

তারিখ ও সময়    বিষয়    স্থান
১২.১১.২০১২
সোমবার
বিকাল ৩ টা    বাংলাদেশ-মিয়ানমার যৌথ ট্রেড কমিশনের দু‘দিনের ৬ষ্ঠ মিটিং শেষে প্রেস ব্রিফিং। ব্রিফিং করবেন বাংলাদেশ ডেলিগেশন প্রধান বাণিজ্য সচিব মাহবুব আহমেদ এবং মায়ানমার ডেলিগেশন প্রধান ড. পিউয়িন্ট সান।    হোটেল পূর্বাণী
মতিঝিল, ঢাকা।

অনুষ্ঠানটির মিডিয়া কভারেজের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আপনার একান্ত

(মো. আব্দুল লতিফ বকসী)
জনসংযোগ কর্মকর্তা

বিতরণ ঃ-
১।    সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রেস), বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২।    প্রধান আলোকচিত্র গ্রাহক, পিআইডি, ভবন-৯, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৩।    বার্তা সম্পাদক (অ্যাসাইনমেন্ট), বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার/চ্যানেল আই/
এটিএন বাংলা/এটিএন নিউজ/এনটিভি/সময় টিভি/মোহনা টিভি/মাছরাঙা টিভি/আরটিভি/বাংলা     ভিশন/বৈশাখীটিভি/আইটিভি/ইটিভি/দিগন্তটিভি/ইসলামিকটিভি/দেশটিভি/মাইটিভি//চ্যানেলনাইন/    চ্যানেল     ৭১/গাজী  টিভি/ চ্যানেল ১৬/।
৪।    বার্তা সম্পাদক, বিএসএস/বিডি নিউজ ২৪/ইউএনবি/বাংলা নিউজ ২৪/প্রাইম নিউজ/রেডিও     টুডে/এবিসি রেডিও/ফোকাস বাংলা/বাংলার চোখ/ বার্তা ২৪/ ।
৫।    বার্তা সম্পাদক ঃ সকল দৈনিক পত্রিকা।
৬।    অফিস কপি।

অন্যান্য