শুটিংয়ে আতিক, ব্যাডমিন্টনে মুশফিক চ্যাম্পিয়ন

শুটিংয়ে আতিক, ব্যাডমিন্টনে মুশফিক চ্যাম্পিয়ন

ডিআরইউ ক্রীড়া উৎসবে সোমবার শুটিংয়ে ইনকিলাবের আতিকুর রহমান এবং ব্যাডমিন্টনে দিগন্ত টেলিভিশনের মুশফিকুর রহমান নয়ন অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ব্যবস্থাপনায় ও পাললিক গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘পাললিক গ্রুপ-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০১২’-এ সোমবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ব্যাডমিন্টন ও শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকটনিঙ মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

শুটিংয়ে আমাদের সময়ের হাসান আরিফ দ্বিতীয় ও ফিনানন্সিয়াল এঙপ্রেসের মোহাম্মদ মোফাজ্জল তৃতীয় হয়েছেন।

অপরদিকে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় দি সানের শওকত আলী খান লিথু দ্বিতীয় ও কালবেলার কাজী হাবিব তৃতীয় হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

খেলাধূলা