মাননীয় বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের প্রধান অতিথি হিসাবে নিম্নবর্ণিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাণিজ্য মন্ত্রণালয়
বাণিজ্য মন্ত্রীর দপ্তর।
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

স্মারক নং- ২৬.০০.০০০০.০০১.০৮.০০৮.২০১১-২৪৩                                   তারিখঃ ১১.১১.২০১২ খ্রিঃ

মাননীয় বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের প্রধান অতিথি হিসাবে নিম্নবর্ণিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

তারিখ ও সময়    বিষয়    স্থান
১২.১১.২০১২
সোমবার
বিকাল ৩ টা    ঈযধৎঃবৎবফ ওহংঃরঃঁঃব ড়ভ খড়মরংঃরপং ধহফ ঞৎধহংঢ়ড়ৎঃ কর্তৃক আয়োজিত “ গধহধমবসবহঃ ঃড়ড়ষং ভড়ৎ ংযরঢ়ড়হিবৎং ” শির্ষক সেমিনারে প্রধান অতিথি হিসাবে যোগদান।    সেমিনার হল, এলজিইডি, আগারগাঁও, ঢাকা।
ফোন ঃ ৮৩১৯৩৯৩

অনুষ্ঠানটির মিডিয়া কভারেজের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আপনার একান্ত

(মো. আব্দুল লতিফ বকসী)
জনসংযোগ কর্মকর্তা

বিতরণ ঃ-
১।    সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রেস), বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
২।    প্রধান আলোকচিত্র গ্রাহক, পিআইডি, ভবন-৯, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
৩।    বার্তা সম্পাদক (অ্যাসাইনমেন্ট), বাংলাদেশ টেলিভিশন/বাংলাদেশ বেতার/চ্যানেল আই/
এটিএন বাংলা/এটিএন নিউজ/এনটিভি/সময় টিভি/মোহনা টিভি/মাছরাঙা টিভি/আরটিভি/বাংলা     ভিশন/বৈশাখীটিভি/আইটিভি/ইটিভি/দিগন্তটিভি/ইসলামিকটিভি/দেশটিভি/মাইটিভি//চ্যানেলনাইন/    চ্যানেল ৭১/গাজী  টিভি/ চ্যানেল ১৬/।
৪।    বার্তা সম্পাদক, বিএসএস/বিডি নিউজ ২৪/ইউএনবি/বাংলা নিউজ ২৪/প্রাইম নিউজ/রেডিও     টুডে/এবিসি রেডিও/ফোকাস বাংলা/বাংলার চোখ/ বার্তা ২৪/ ।
৫।    বার্তা সম্পাদক ঃ সকল দৈনিক পত্রিকা।
৬।    অফিস কপি।

অন্যান্য