জনতা ব্যাংক কর্মকর্তাদের ডেকেছে দুদক

 

ঢাকা, নভেম্বর ১২ (প্রিয়দেশ ডটকম)- সোনালী ব্যাংকের হল-মার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় সোনালী ব্যাংকের পর এবার রাষ্ট্রায়ত্ত্ব জনতা ব্যাংকের ১৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য সোমবার বলেন, “আগামী ১৮ ও ১৯ নভেম্বর জনতা ব্যাংকের ১৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।”

এই ১৪ কর্মকর্তা হলেন- জনতা ব্যাংকের মতিঝিল ‘লোকাল’ শাখার মহাব্যবস্থাপক (জিএম) আমিনুল ইসলাম, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) জয়নাল আবেদীন, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রুহুল আমিন খান, মোস্তাক আহমেদ খান, ব্যবস্থাপক (রপ্তানি) আলাউদ্দীন আকন্দ, এক্সপোর্ট ইনচার্য আব্দুল গফুর, ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা এ কে আজাদ ও এম শোয়েবুল কবির, জনতা ভবন কর্পোরেট শাখার মহাব্যবস্থাপক (জিএম) আব্দুস সালাম, উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এস এম আবু হেনা মোস্তফা, রমনা কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মিজানুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কাজী রইসউদ্দীন আহমেদ এবং বৈদেশিক বাণিজ্য ও কর্পোরেট শাখার উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শেখ হায়দার হোসেন ও সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মিজানুর রহমান।

ব্যাংকিং নিয়ম ভেঙে ঋণ নেয়ার মাধ্যমে ২০১০ এর জুন থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত সময়ে একাধিক ব্যাংক শাখা থেকে মোট ৩ হাজার ৬০৬ কোটি টাকা সরানোর অভিযোগ রয়েছে হল-মার্কসহ একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর মধ্যে হল-মার্ক গ্রুপ সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে দেড় হাজার কোটি টাকা এবং সোনালী ব্যাংকে খোলা এলসি দেখিয়ে জনতা ও অন্যান্য ব্যাংক থেকে এক হাজার একশ’ কোটি টাকা তুলে নেয়।

বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ বিষয়টি উঠে এলে তা নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।

বিষয়টি খতিয়ে দেখতে উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে দুদকের ছয় সদস্যের একটি বিশেষ দল তদন্ত শুরু করে। সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাসহ মোট ৫১ জনকে জিজ্ঞাসাবাদ করেন তারা।

অর্থ কেলেঙ্কারির ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করেছে দুদক। এসব মামলায় হল-মার্ক চেয়ারম্যান জেসমিন ইসলাম, তার স্বামী ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, মহা ব্যবস্থাপক তুষার আহমেদ এবং সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকে ইতোমধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন দুদক কর্মকর্তারা।

 

অন্যান্য অর্থ বাণিজ্য বাংলাদেশ শীর্ষ খবর