সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়া বন্ধ করুন

সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়া বন্ধ করুন

 

বাংলায় একটা কথা আছে-‘সর্প হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে… আমি বিএনপি নেত্রীকে বলব-আপনি সর্প হয়ে দংশন করেন আর ওঝা হয়ে ঝাড়েন। এই  খেলাটা বন্ধ করেন। রোববার যুবলীগের ৪০ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক আলোচনা সভায় খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরো বলেন, বাংলার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবেন- তা আর আমরা  হতে দেব না। যে কোনো মূল্যে বাংলাদেশের গণতন্ত্র সুরক্ষিত এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা হবে।

রামুর বৌদ্ধ বিহার ও বসতিতে হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিরোধীদলীয় নেতা সেখানে গেছেন। আমাদের লক্ষ্য রাখতে হবে- তিনি ঘটনার কতদিন পর সেখানে গেলেন। উনি চীনে গেছেন, ভারতে গেছেন। তারপর রামুতে  গেছেন।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে জঙ্গিবাদের উত্থান হয়েছিল মন্তব্য করে  শেখ হাসিনা বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদ দিয়ে কোনো দেশের উন্নয়ন হয় না। আমরা কঠোর হস্তে সন্ত্রাস ও জঙ্গিবাদ দূর করেছি। তার সুফল আমরা পাচ্ছি। এর ধারাবাহিকতা আমাদের নিশ্চিত করতে হবে।

যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং অর্থনীতি সমিতির সভাপতি আবুল বারকাত প্রমুখ।

বাংলাদেশ রাজনীতি