বেলারুস, কাজাখস্তান ও রাশিয়া ফেডারেশন এই তিন দেশের বাজারে যে কোন পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের অনুমতি পেতে যাচ্ছে বাংলাদেশ।
রবিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সাথে বেলারুসের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচের বৈঠকের পর দীপু মনি সাংবাদিকদের একথা বলেন।
তিনি বলেন, বেলারুস, রাশিয়া ফেডারেশন ও কাজাখস্তান কাস্টমস্ ইউনিয়ন পরস্পরের মধ্যে চুক্তিবদ্ধ। সে ক্ষেত্রে বেলারুসের বাজারে বাংলাদেশের পণ্য শুল্কমুক্ত প্রবেশের সাথে সাথে বাকি দুটি দেশেও এই সুবিধা পাওয়ার কার্যকারিতা তৈরি হবে।
তিনি বলেন, হয়তো সোমবার দুই দেশের চুক্তির এ ঘোষণা আসতে পারে।
এছাড়াও বেলারুসের প্রধানমন্ত্রীর এই সফরে এই চুক্তিটিসহ মোট বারটি চুক্তি বেলারুসের সাথে স্বাক্ষরিত হতে যাচ্ছে বলেও জানান দীপু মনি।