টক দইয়ে ভেজাল থাকার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন আড়ংয়ের উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্র্যাক ফুড লিমিটেডের জি এম মেজর (অব.) ডা. মোহাম্মদ মোসলেহ উদ্দিন ও ব্যবস্থাপক কৃষিবিদ শহিদুর রহমান।
আদালত ৬ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করেন।
ভেজাল ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর টক দই উৎপাদন ও বিপণনের অভিযোগে আড়ং দইয়ের উৎপাদনকারী সংস্থা ব্র্যাক ফুডের বিরুদ্ধে মামলা করে ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) স্বাস্থ্য বিভাগ।
চলতি বছরের ২৯ মার্চ বাজার থেকে আড়ং টক দইয়ের নমুনা সংগ্রহ করেন ডিসিসির স্বাস্থ্য বিভাগ। পরে স্বাস্থ্য ও স্যানিটেশন পরিদর্শক কামরুল হাসান সংগৃহিত নমুনা পরীক্ষার জন্য পাঠান ল্যাবরটরীতে।
পরে ল্যাব টেস্টে আড়ং টক দই ভেজাল বলে স্বাস্থ্য বিভাগের কাছে প্রতিবেদন জমা দেন প্রধান পাবলিক এনালিস্ট সারোয়ার হোসেন।
এরপর বিশুদ্ধ খাদ্য আদালতে ভেজাল খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনের অপরাধে ৩০ মে স্বাস্থ্য ও স্যানিটেশন পরিদর্শক কামরুল হাসান পাবলিক এনালিস্ট হিসেবে মামলা করেন।