নিউ জেনারেশন পাটি’র আহবায়ক জাহিদ, সদস্য সচিব শামীম

নিউ জেনারেশন পাটি’র আহবায়ক জাহিদ, সদস্য সচিব শামীম

জাহিদ ইকবালকে আহবায়ক ও শামীম খানকে সদস্য সচিব করে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টির (বিএনজিপি) ১১১ সদস্যের পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

রোববার বিএনজিপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১৫ জনকে যুগ্ম-আহ্বায়কের পদ দিয়ে বাকীদের সদস্য করা হয়েছে। যুগ্ম আহবায়করা হলেন যথাক্রমে আরিফ নজরুল,সৈয়দ ইফতেখার আলম,এডভোকেট তানবির হায়দার, মিঠুন রায়, আলী আকবর, ডা: রাশেদুল ইসলাম, কিরন আহমেদ,মেহেদী কাউসার (ঢাকা বিভাগ), কাইসুল কাউনাইন রুবেল(রাজশাহী), জীবন কৃঞ্চদেবনাথ(চট্রগ্রাম), রিজভী আহমেদ(সিলেট), শিমুল খান (খুলনা বিভাগ), শফিকুল আলম রেজা (বরিশাল), এস এম জাকির হোসেন (রংপুর), সাদুল্লাহ আল মাসুদ(বর্হিবিশ্ব)।

গত ২ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নতুন এই দলের ঘোষণা দিয়েছিলেন সংগঠনের আহবায়ক জাহিদ ইকবাল। তিনি এর আগে বিএনপির সহযোগী সংগঠন জিয়া ব্রিগেডের সভাপতির দায়িত্ব পালন করছিলেন। স্বাধীনভাবে কর্মকাণ্ড পরিচালনা করতে না পেরে মূল দলের সঙ্গে বিভেদ সৃষ্টি হওয়ায় জিয়া ব্রিগেডের ইতি টেনে বিএনজিপি গঠন করেন বলে জানান জাহিদ ইকবাল।

নতুন দল গঠন প্রসঙ্গে দলের আহবায়ক এক বিবৃতিতে বলেন, ‘পরিবর্তনের জন্য তারুণ্য’ এই স্লোগানের ভিত্তিতে বিএনজিপি দেশের ষোল কোটি মানুষের প্রতিনিধিত্ব করতে চায়। নতুন প্রজন্মের রাজনৈতিক চর্চার একটি উন্মুক্ত মঞ্চ নিউ জেনারেশন পার্টি। মুক্তমনা স্বাধীনতার স্বপক্ষের তারুণ্যদীপ্ত নতুন প্রজন্ম এদেশে একদিন সুশাসন ও নেতৃত্ব এনে দেশের জন্য কাজ করবে।

রাজনীতি