গ্রহণযোগ্য নির্বাচনে আলোচনার পথ খোলা: আশরাফ

গ্রহণযোগ্য নির্বাচনে আলোচনার পথ খোলা: আশরাফ

তত্ত্বাবধায়ক সরকারের জন্য নয়, গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক নির্বাচনের জন্য আলোচনার পথ খোলা আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি।

রোববার খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কাউন্সিল উপলক্ষে শহরের মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ আশরাফ বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়া অটুট রেখে দেশের উন্নয়নে আসুন এক সঙ্গে কাজ করি।”

একসঙ্গে আলোচনা করে আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের রাস্তা বের করতে বিরোধী দলনেতার প্রতি অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, “দেশের সর্বোচ্চ আদালত কোনো অনির্বাচিত ব্যক্তির মাধ্যমে জাতীয় নির্বাচন হবে না বলে রায় দিয়েছেন। আমরা সরকারি দল হিসেবে সেই রায় জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাস্তবায়ন করেছি। সুতরাং আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এটা ভাবার কোনো সুযোগ নেই। তবে কোন পন্থায় নির্বাচন হবে, তা ঠিক করতে জাতীয় সংসদ বা সংসদের বাইরে আলোচনা করা যেতে পারে।”

সৈয়দ আশরাফ বলেন, “আওয়ামী লীগ একদলীয় নির্বাচন বিশ্বাস করে না। বর্তমান বিরোধী দলীয় নেত্রী ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি এক দলীয় নির্বাচন করে ক্ষমতায় গিয়েও এক সপ্তাহের বেশি থাকতে পারেন নি।”

সমাবেশে পার্বত্য চট্টগ্রাম শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা এমপির সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান বীর বাহাদুর এমপি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মফিজুর রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুল সালাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আলহাজ দোস্ত মোহাম্মদ চৌধূরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম প্রমুখ।

এর আগে কেন্দ্রীয় নেতারা শুরুতে দুপুর ১২টায় সার্কিট হাউসে “গার্ড অব অনার” নেন। পরে খাগড়াছড়ি জেলা যুবলীগের দলীয় অফিসে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেন এবং কেক কাটেন। এরপর কেন্দ্রীয়, বিভাগীয় ও স্থানীয় নেতারা শহরের টাউন হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ছবিতে পুষ্পস্তপক অর্পণ এবং কবুতর উড়িয়ে কাউন্সিল উদ্বোধন করেন।

এদিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত খাগড়াছড়ি টাউন হলে জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ রাজনীতি