বর্তমান সরকারকে অবৈধ বললেন খালেদা জিয়া

বর্তমান সরকারকে অবৈধ বললেন খালেদা জিয়া

 

যদি বাংলাদেশে স্বাধীন বিচার ব্যবস্থা থাকতো তাহলে একদিনও বর্তমান সরকার ক্ষমতায় থাকতে পারত না বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

কক্সবাজার সফরের তৃতীয় দিন রোববার দুপুরে উখিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সম্প্রীতি সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে দেশের মঙ্গল হতে পারে না। কারণ তিনি এবং তার সরকার অবৈধ। শপথ নেওয়ার সময়ে প্রধানমন্ত্রী প্যারোলে ছিলেন।

খালেদা জিয়া আরো বলেন, শুধু হিন্দু-বৌদ্ধ বা খ্রিস্টানই নয়, এ সরকারের আমলে মুসলমানরাও নিরাপদ নয়। মসজিদে ঢুকে লাঠিপেটা করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। কুকুরের মাথায় টুপি পরিয়ে মুসলমানদের অপমান করা করছে। হিন্দু ও বৌদ্ধদের মন্দিরে হামলা চালিয়ে মূল্যবান জিনিসপত্র লুটপাট করা হচ্ছে। এ সময় ভবিষ্যতের চিন্তা করে যুবকদের কাছে দেশ রক্ষার আহবান জানান তিনি।

এর আগে উগ্রপন্থি হামলায় ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বসতি ও উপাসনালয় পরিদর্শন করেন বেগম জিয়া।

উল্লেখ্য, রোববার সকাল ১১টার দিকে বেগম জিয়ার গাড়িবহর উখিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ১২টার দিকে সেখানে পৌঁছায়।

এরপর উখিয়া থেকে কক্সবাজার হয়ে চট্টগ্রামে ফিরে বিকেল চারটায় পটিয়ার বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি প্রধান।

এর আগে শনিবার রামুর সম্প্রীতি সমাবেশে ভাষণ দেওয়ার পর কক্সবাজার সার্কিট হাউসে রাতযাপন করেন খালেদা জিয়া।

রাজনীতি