এই না হলে সাকিব আল হাসান

এই না হলে সাকিব আল হাসান

যুব লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের সফল যুবকদের সম্মাননা হয়েছে রোববার। ক্রীড়াঙ্গন থেকে এই বিশেষ সম্মাননা পেলেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে সম্মাননা ক্রেস্ট নেওয়ার জন্য সাকিবকে সকাল সকালই যেতে হয় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ওই অনুষ্ঠানে যাওয়ার জন্য সকালে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি বাঁহাতি অলরাউন্ডার। প্র্যাকটিস শেষ করে সবাই হোটেলে চলে যাওয়ার পর সাকিব এলেন মাঠে।

দুপুর একটার দিকে প্যাড পড়ে ছুটলেন ইনডোর নেটের দিকে। সেখানে অনুশীলন করে তবেই না হোটেলে গেছেন। শত ব্যস্ততার মাঝেও যে তিনি ক্রিকেট থেকে একমুহূর্ত দূরে থাকেন না সেটাই প্রমাণ করে এই অনুশীলন।

খেলাধূলা বাংলাদেশ