অমিতাভ বচ্চন সবার কাছে যা বলেন, নিজেও তা মেনে চলেন। তাই নাতনি আরাধিয়াকে পোলিও টিকা দিতে নিজে নিয়ে গিয়েছিলেন টিকাকেন্দ্রে। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।
৮ নভেম্বর রাতে বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন মাইক্রো ব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘দু’ফোটা পোলিও টিকা দেয়া হলো আরাধিয়াকে, সরকারি কর্মকর্তারা এর সাক্ষী। আমি মুখে যা প্রচার করি ব্যক্তিগত জীবনেও তা মেনে চলি।’
অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের শিশুকন্যা আরাধিয়াকে এর আগে এপ্রিল মাসে প্রথমবারের মতো টিকা দেওয়া হয়েছিলো। দ্বিতীয়বারের মতো টিকা গ্রহণকারী আরাধিয়ার বয়স নভেম্বর মাসের ১৬ তারিখে এক বছর পূর্ণ হবে।
টিকাদান কার্যক্রম নিয়ে সন্তোষ জানিয়ে অমিতাভ বচ্চন আরো বলেন, ‘ছোট্ট শিশুটিকে এখনো কোনো ইঞ্জেকশন দেওয়া হয়নি। সবাই জানেন, টিকা হিসেবে মাত্র দু’ফোটা পোলিও প্রতিষেধক দেওয়া হয় শিশুদের মুখে। কার্যক্রম ভালোই চলছে দেখলাম।’
উল্লেখ্য, ভারত সরকারের পোলিও নির্মূল কার্যক্রমের একজন সক্রিয় মুখপাত্র ৭০ বছর বয়সি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন।