র্থ সাউথ ইউনিভার্সিটিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ বিষয়ে এক আন্তবিশ্ববিদ্যালয় কর্মশালার আয়োজন করা হয়। ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ছয়দিনের এ কর্মশালা শেষে ৮ নভেম্বর সনদ বিতরণী করা হয়। সনদ তিরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন নির্মাতা আবু সাইয়িদ। এদিন ৫২ জনকে সনদ দেয়া হয়।
পাশাপাশি নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজন করেছে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র প্রতিযোগিতার। ওই প্রতিযোগিতায় যে কেউ নিজেদের কাজ জমা দিতে পারেন। কাজ জমা নেওয়ার জন্য ইউনিভাসির্টির ক্যাম্পাসে একটি বুথ খোলা থাকবে ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। ইউনিভার্সিটির নিজম্ব ওয়েবসাইটেও এ বিষয়ে সব তথ্য দেয়া হয়েছে।
প্রতিযোগিতার জন্য জমা পড়া নির্মাণগুলো নিয়ে একটি প্রদর্শনী শুর“ হবে ১৮ নভেম্বর থেকে ইউনিভার্সিটির রিক্রিয়েশন সেন্টারে। প্রদর্শনী চলবে ২১ নভেম্বর পর্যন্ত এবং এর পরদিন পুরষ্কার বিতরণ করা হবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে।