মেয়র নির্বাচন: আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ জনের কারাদণ্ড

আসন্ন নরসিংদী পৌর মেয়র নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রোববার রাতে ৪ যুবককে আটক করে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন-শহরের পূর্ব বামনদী এলাকার তোতা মিয়ার ছেলে এনামুল হক, বিরপুর এলাকার জয়নাল আবেদিনের ছেলে রিজভী, একই এলাকার কার্তিক কুমার দেবের ছেলে কানাই কুমার দেব ও সেবা সংঘের মোড় এলাকার টিপু সুলতান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রোববার রাত ১১টার দিকে শহরের সেবা সংঘের মোড়, পূর্ব বামনদী ও বিরপুর এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় নিজ নিজ এলাকায় আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার ও লিফলেট বিতরণের সময় ওই ৩ জনকে আটক করা হয়।

আটক করার পরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের সবাইকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন।

রাজনীতি