থ্রিজি সিমের সঙ্গে সেট দেবে টেলিটক

থ্রিজি সিমের সঙ্গে সেট দেবে টেলিটক

তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল সংযোগের সঙ্গে মোবাইল ফোনসেট বিক্রি করবে রাষ্ট্রায়ত্ব মোবাইল ফোন অপারেটর টেলিটক।

টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান  জানান, আগামী ফেব্রুয়ারি থেকে রাজধানীতে থ্রিজি সংযোগসহ সেট বিক্রি করবে টেলিটক।

টেলিটকের থ্রিজি সেবা জনপ্রিয় করার জন্য বাজারে প্রচলিত থ্রিজি মোবাইল ফোনসেটের চেয়ে কম দামে তা বিক্রি করা হবে বলে তিনি জানান।

সংযোগসহ সেটের মূল্য কি হবে জানতে চাইলে মুজিবর বলেন, “সুলভ মূল্যেই এ অফার দেয়া হবে যাবে সাধারণের নাগালে এ সেবা আসতে পারে। এ প্যাকেজ কিস্তির মাধ্যমে দেয়ারও পরিকল্পনা রয়েছে।”

বাজারে প্রায় এক লাখ থ্রিজি সিম ছাড়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, গত ১৪ অক্টোবর থ্রিজি প্রযুক্তি উদ্বোধনের পর ৩০ হাজারের বেশি সিম বিক্রি হয়েছে।

থ্রিজি প্রযুক্তি চালু হলেও তেমন সাড়া পড়েনি গ্রাহকদের মধ্যে, একাধিক গ্রাহক জানিয়েছে থ্রিজি ফোনসটের দাম বেশি থাকায় থ্রিজি সিম কিনতে তারা উৎসাহ পাচ্ছেন না।

এ বিষয়ে মুজিবর বলেন, “থ্রিজি প্রযুক্তি বাংলাদেশে জনপ্রিয়তা পেতে একটু দেরি হচ্ছে। তবে হ্যান্ডসেটের সঙ্গে থ্রিজি সংযোগে জনপ্রিয়তা বাড়বে।”

টেলিটকের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) হাবিবুর রহমান  জানান, থ্রিজি প্রযুক্তি নিয়ে গ্রাহকদের মধ্যে ধীরে ধীরে আগ্রহ বাড়ছে, শুরুতে যে পরিমান থ্রিজি সিম বিক্রি হয়েছে সে তুলনায় বর্তমানে সিম বিক্রি আরো বাড়ছে।

টুজি প্রযুক্তির তুলনায় থ্রিজি প্রযুক্তির মাধ্যমে উচ্চ গতিতে তথ্য আদান-প্রদান সহজ। কেউ চাইলেই এ প্রযুক্তি ব্যবহার করে ভিডিও কল বা ভিডিও কনফারেন্স করতে পারবেন।

টেলিটকের থ্রিজি প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনে বিটিভির পাশাপাশি জিটিভি, আরটিভি, সময় ও মাইটিভি দেখা যাবে বলে টেলিটক কর্মকর্তারা জানিয়েছিলেন।

রাজধানীতে দেড় হাজার খুচরা বিক্রেতা এবং আটটি কাস্টমার সেন্টারে থ্রিজি সিম বিক্রি হচ্ছে।

প্রাথমিকভাবে ঢাকার ৪ লাখ গ্রাহক থ্রি জি সুবিধা পাবেন। চলতি বছরই এই সুবিধা চট্টগ্রামে পাওয়ার কথা রয়েছে।

অর্থ বাণিজ্য