শাহবাগ থেকেই ফেরত গেল ছাত্রদল

শাহবাগ থেকেই ফেরত গেল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)  ক্যাম্পাসে ঢুকতে আবারো ব্যর্থ হলো জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার পুলিশি বাধার মুখে শাহবাগে পাবলিক লাইব্রেরির সামনে প্রতিবাদ সমাবেশ করে তারা।

ছাত্রদল গত এক বছর ধরে বারবার প্রচেষ্টার পরও পুলিশের বাধার কারণে ক্যাম্পাসে ঢুকতে পারছে না।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ‘ছাত্রলীগের অব্যাহত হত্যা, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকা-ে’র প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদল শাহবাগ মোড় থেকে একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যেতে থাকে।

কয়েক কদম সামনে বাড়ার পর পাবলিক লাইব্রেরির সামনে বিপুল সংখ্যক পুলিশ তাদের থামিয়ে দেয়। পরে পাবলিক লাইব্রেরির সামনেই বিক্ষোভ সমাবেশ করে ছাত্রদল।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওবাদুল হক নাসির বলেন, ‘সারা দেশে ছাত্রলীগের তা-ব চলছে, কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নিচ্ছে না। অথচ বিনা কারণে ছাত্রদলের বিরুদ্ধে সরকার এই পেটোয়া বাহিনীর শত শত সদস্যদের লেলিয়ে দিয়েছে।’

ক্যাম্পাসে প্রবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মকা-ের  প্রতিবাদ করতে চেয়েছিলাম। কিন্তু নির্লজ্জভাবে আমাদের বাধা দেওয়া হল।’

ছাত্রদলের বিরুদ্ধে পুলিশ না লাগিয়ে সাধারণ মানুষের নিরাপত্তার কাজে তাদের নিয়োজিত করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর  প্রতি আহবান জানান তিনি।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল মতিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি হায়দার আলী লেলিন, রফিকুল ইসলাম প্রমুখ।

ক্যাম্পাসে প্রবেশের মুখে পুলিশের বাধার বিষয়ে শাহবাগ থানার ওসি রেজাউল করিম বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় ছাত্রদলকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি।’

রাজনীতি শীর্ষ খবর