ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লা স্টেশন মাস্টার মো. হোসেন মজুমদার বলেন, কুমিল্লার বিজয়পুরে একটি কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী কন্টেইনারবাহী ট্রেনটি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর দক্ষিণ উপজেলার লালমাই-ময়নামতি রেলসড়কের মধ্যবর্তী এলাকায় লাইনচ্যুত হয়। ট্রেনের একটি বগির দুটি চাকা লাইন থেকে বেরিয়ে যায়।

এ দুর্ঘটনায় কেউ হতাহতের কোন খবর পাওয়া যায়নি ।
হোসেন মজুমদার জানান, খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের পথে রওনা হয়েছে। লাইনচ্যুত বগি সরিয়ে নেয়া হলেই আবার রেল চলাচল শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বাংলাদেশ