কুমিল্লা স্টেশন মাস্টার মো. হোসেন মজুমদার বলেন, কুমিল্লার বিজয়পুরে একটি কনটেইনারবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী কন্টেইনারবাহী ট্রেনটি শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর দক্ষিণ উপজেলার লালমাই-ময়নামতি রেলসড়কের মধ্যবর্তী এলাকায় লাইনচ্যুত হয়। ট্রেনের একটি বগির দুটি চাকা লাইন থেকে বেরিয়ে যায়।
এ দুর্ঘটনায় কেউ হতাহতের কোন খবর পাওয়া যায়নি ।
হোসেন মজুমদার জানান, খবর পেয়ে লাকসাম থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের পথে রওনা হয়েছে। লাইনচ্যুত বগি সরিয়ে নেয়া হলেই আবার রেল চলাচল শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।