জামায়াত-শবিরিরে কর্মীদের পক্ষে মামলা না লড়ার জন্য আওয়ামী সর্মথক আইনজীবীদের আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন।
শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহত্তর মরিপুর ল’ইর্য়াস সোসাইটি আয়োজিত বঙ্গবন্ধু ও বাংলাদশে র্শীষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনজীবীদের তিনি এ আহ্বান জানান।
তিনি বলনে, “আমরা রাস্তায় গিয়ে লাঠি হাতে নিতে পারবো না। তবে আমাদরে কাছে জামায়াত-শবিরিরে কর্মী এলে তাদরে পক্ষে কোনো মামলা না লড়াই আমদরে দ্বায়িত্ব।”
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পরে তারা ভেবেছিল আওয়ামী লীগ একেবারে নির্মূল হয়ে গেছে। কিন্তু বাংলার মানুষ ভুলে যায়নি, আওয়ামী লীগরে বিভিন্ন অঙ্গ সংগঠনরে যত কর্মী রয়েছে খুঁজতে গেলে প্রতিটি বাড়িতে একজন আ’লীগ কর্মী পাওয়া যাবে।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আরও বক্তব্য রাখনে সানজিদা খানম এমপি, সংগঠনরে সভাপতি অ্যাডভোকেট কাজী জাহাঙ্গীর হোসনে, আ’লীগ পল্লবী থানার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মো. সেলিম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কায়সার, কৃষক লীগের সাধারণ সম্পাদক সামসুল হক রেজা প্রমুখ।