ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুরক্যান্টিনে শনিবার বেলা ১টায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে ১০ম কাউন্সিল অনুষ্ঠান বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুব ইরান, দপ্তর সম্পাদক প্রবীর সাহা, ঢাবি সভাপতি সামিয়া রহমান ও ঢাকা মহানগরের সভাপতি আশরাফুল আলম সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক লিখিত বক্তব্য পাঠ করেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয়।
নেতৃবৃন্দ এই ভূ-খণ্ডের মানুষের হাজার বছরের সংগ্রামী চেতনাকে ধারণ করে জাতীয় সক্ষমতা বিকাশের উপযোগী গণতান্ত্রিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষার রাষ্ট্র কায়েমের লড়াইয়ে যুক্ত হওয়ার জন্য সকলকে আহবান জানান।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা দুর্নীতি, লুটপাট ও দেশ বিক্রির রাজনীতি প্রত্যাখ্যান করতে তরুণদের আহবান জানিয়ে বলেন, “ছাত্র আন্দোলনের দেশপ্রেমিক ও লড়াকু ধারাকে শক্তিশালী করুন। জাতীয় সক্ষমতা বিকাশের উপযোগী গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হোন।”
এই আহবান জানিয়ে ছাত্র ফেডারেশন আগামী ৮, ৯ ও ১০ ডিসেম্বর ১০ম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠান করতে যাচ্ছে। কাউন্সিলের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা চত্বরে। কাউন্সিল সফল করার জন্য ১২৭ সদস্য বিশিষ্ট কাউন্সিল প্রস্তুতি কমিটিও গঠন করা হয়েছে।