পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পাওয়া সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ আগামীকাল ১১ নভেম্বর, রোববার থেকে শুরু হবে।
আবেদন গ্রহণ চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। তবে প্রবাসী বাংলাদেশীদের জন্য আবেদনের সুযোগ থাকছে ১১ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত।
প্রতিষ্ঠানটি ৩ কোটি শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ১২০ কোটি টাকা উত্তোলন করবে। নির্ধারিত মূল্যে (ফিক্সড প্রাইস) ১০ টাকা অভিহিত মূল্যে (৩০ টাকা প্রিমিয়ামসহ) প্রতিটি শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা এবং ১০০টি শেয়ারে মার্কেট লট।
৩১ ডিসেম্বর ২০১১ সালের আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় ৫.১৮ টাকা। এছাড়া কোম্পানির শেয়ারপ্রতি সম্পদ (এনএভি) ২০.৩৮ টাকা (সম্পদ পুর্ণ:মূল্যায়ন ব্যতীত)। তবে সম্পদ পুর্ণ:মূল্যায়নসহ শেয়ারপ্রতি সম্পদ ১৭.৬৬ টাকা। প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে প্রাইম ফাইন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। অডিটর হিসাবে কাজ করছে রহমান রহমান হক।