শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর ওয়েলিকাদা কারাগারে বিদ্রোহী কারাবন্দীদের সঙ্গে কারারক্ষীদের সংঘর্ষে ২৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪২ জন। শুক্রবার দুপুরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষ অব্যাহত থাকায় সেনাবাহিনী কারাগারের পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
কারাগারের ভিতর থেকে মাদক ও অবৈধভাবে নেওয়া মোবাইল ফোন উদ্ধারে পুলিশ কমান্ডোরা তল্লাশির উদ্যোগ নিলে এ সংঘর্ষের শুরু হয়। এ সময় পুলিশের ছিনিয়ে নেওয়া অস্ত্র নিয়ে কারাবিদ্রোহীরা বন্দুক যুদ্ধে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
আহতদের মধ্যে পুলিশের কর্মকর্তাসহ কয়েকজন সদস্যও রয়েছেন।
এর আগে গত জানুয়ারিতে এই কারাগারের বন্দী ও কারারক্ষীদের মধ্যে সংঘর্ষে ২৫ বন্দী ও চার কারারক্ষী আহত হয়।