তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের সিরত প্রদেশে বিরূপ আবহাওয়ার ভেতর দিয়ে যাওয়ার সময় একটি বিমান বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ১৩ সেনাসদস্য ও বাকি চারজন বিমান ক্রু।
সিরতের গভর্নর আহমদ আইদিন জানান, নিহতদের সবাই তুরস্কের বিশেষ বাহিনীর সদস্য। কুর্দিস্তানে স্বাধীনতাকামীদের প্রতিরোধ করতে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।
সরকারি টেলিভিশনের এক খবরে বলা হয়, দুর্ঘটনার সময় পুরো পাহাড়ি অঞ্চল ঘন কুয়াশায় ঢাকা ছিল। তবে দুর্ঘটনার মূল কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
সাম্প্রতিক স্বাধীনতাকামী কুর্দিস্তান শ্রমিক দল (পিকেকে) সেনাবাহিনীর ওপর আক্রমণের পরিমাণ বাড়িয়ে দিলে ওই অঞ্চলে অতিরিক্ত সেনা মোতায়েন করতে হয়।