বাংলা সাহিত্যের জনপ্রিয় লেখক ও চলচ্চিত্র এবং নাটক নির্মাতা হুমায়ুন আহমেদের ৬৪ তম জন্মদিন উপলক্ষে ইমপ্রেস অডিও ভিশন প্রকাশ করেছে তাঁর নাটক ও টেলিফিল্মের ভিসিডি ও ডিভিডি। সম্প্রতি তেজগাঁওস্থ চ্যানেল আই ভবনে লেখকের মা বেগম আয়েশা ফয়েজের হাতে ইমপ্রেস অডিও ভিশন কর্তৃক প্রকাশিত এ সব ভিসিডি ও ডিভিডি তুলে দেন ইমপ্রেস অডিও ভিশন এর পক্ষে আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান।