ম্যাডোনার প্রেমে পড়ায় এক বছরের জেল!

এবার ম্যাডোনার প্রেমে পড়ে এক বছরের জন্য জেল খাটতে হচ্ছে রবার্ট লিনহাট নামের এক দমকলকর্মীকে। ম্যাডোনা অভিযোগ করেছেন  ম্যাডোনার নিউইয়ার্ক সিটির বাড়ির দেয়ালে লিনহাট স্প্রে-পেইন্ট করে ম্যাডোনার উদ্দেশ্যে একটি লাভ নোট লিখেছেন।

লাভ নোট এ লেখা ছিল- ‘ম্যাডোনা আমি তোমাকে চাই!!!!!!!!’। দেয়ালের বিভিন্ন পাশে পোস্টারিং এর মত এ স্প্রে-পেইন্ট এ কথাই লেখা ছিল।

ম্যাডোনার অভিযোগে লিনহাটকে কোর্ট পর্যন্ত যেতে হয়েছে। এবং তাকে দোষী  প্রমাণ করে শাস্তি হিসেবে এক বছরের জেল দিয়েছে স্থানীয় কোর্ট।

আইনজীবী লরেন্স লাব্রিউ নিউইয়ার্ক পোস্টকে বলেছেন, লিনহাট ইচ্ছে করলে আপিল করতে পারবেন। তবে লিনহাট এখনো এ বিষয়ে কোন মন্তব্য করেননি।

উল্লেখ্য, ম্যাডোনা গত ৮ নভেম্বর জো লাউস এরনাতে [দি সিটি অব ডেট্রয়ট] পারফর্ম করেন।

বিনোদন