বাণিজ্যমন্ত্রি গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, আরবিট্রেশন বা সালিস কেন্দ্র ব্যবসায়িদের অনেক সমস্যার সহজ সমাধান দিতে পারে। এ সুবিধা পেতে ব্যবসায়িদের আন্তরিক হতে হবে। আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি পত্রে আরবিট্রেশন এর ব্যবস্থা রাখা একান্ত প্রয়োজন। এতে করে সমস্যা সমাধানে সহজ হবে। তবে সমস্যা সমাধানে উভয় পক্ষকে আন্তরিকতার সাথে সমস্যা সমাধানের মানুষিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। আরবিট্রেশন এর মাধ্যমে সমস্যার সমাধান হলে উভয় পক্ষই উপকৃত হবে। তিনি বলেন, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য প্রতিদিন সম্প্রসারিত হচ্ছে। আমাদের অর্থনিতি শক্তিশালি হচ্ছে। এ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বর্তমান মহাজোট সরকার ব্যবসায়িদের প্রয়োজনিয় সবধরনের সহায়তা প্রদান করে যাচ্ছে।
তিনি আজ চট্রগ্রামে চট্রগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার(বিআইএসি) আয়োজিত “ আরবিট্রেশন এ্যাট বিআইএসি ফর সেটেলিং কমার্শিয়াল ডিসপুট” শির্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে অনেক ভাল। এক্ষেত্রে ব্যবসায়িদের অবদান অনেক বেশি। বর্তমানে দেশে ব্যবসা বান্ধব পরিবেশ বিরাজ করছে। ব্যবসায়িদের ব্যবসায়িক সমস্যা সমাধানে আরবিট্রেশন সেন্টার গুরুত্বপূর্ণ ভ’মিকা পালন করতে পারে। এক্ষেত্রে উভয় পক্ষকে এগিয়ে আসতে হবে। আরবিট্রেশন সেন্টার এর মাধ্যমে সমস্যার সমাধান হলে তা ব্যবসায়িদের মঙ্গল বয়ে আনবে।
তিনি বলেন, আরবিট্রেশন সেন্টার সম্পর্কে অনেকের পরিষ্কার ধারণা নেই। ব্যবসায়িদেরকে বিষয়টি সম্পর্কে জানাতে হবে, উপকারিতা বুঝাতে হবে। আরবিট্রেশন সেন্টার ভালোভাবে কাজ করতে পারলে ব্যবসায়িরা অনেক উপকৃত হবেন। এক্ষেত্রে সরকার প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।
মন্ত্রি বলেন, ব্যবসায়ি ও ভোক্তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে খাদ্যপণ্য ফরমালিনমুক্ত করা সম্ভব। তিনি চট্রগ্রামের বাজারগুলোকে ফরমালিক মুক্ত করার আহবান জানান। এজন্য তিনি চট্রগ্রামে চট্রগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি কে প্রয়োজনিয় পদক্ষেপ গ্রহন করার অনুরোধ করেন। তিনি দেশের সকল বাজারকে ফরমালিনমুক্ত করতে ভোক্তা ও ব্যবসায়িদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ফরমালিন আমদানি এবং ব্যবহারের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার এর সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য এম এ লতিফ, চট্রগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি মোর্শেদ মুরাদ ইব্রাহিম। অন্যান্য বিশিষ্ট ব্যবসায়িদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুব আলম, সুফি মিজান, ইঞ্জিনিয়ার আলী আহমেদ, কামরুল ইসলাম, আশীর হুমায়ুন মাহমুদ চৌধুরী এবং এ্যাডভোকেট লালা।
মো. আব্দুল লতিফ বকসী
জনসংযোগ র্ককর্তা