প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়তে চাই। দেশকে এমনভাবে গড়তে চাই যাতে সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারেন। সেই পরিবেশ তৈরি করাই আমার লক্ষ্য।
শুক্রবার বিকেলে সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধবিহারে বিশ্বশান্তি মম্মেলনে তিনি একথা বলেন।
ঢাকাবাসী নানা সমস্যায় জর্জরিত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এসব সমস্যা দূর করে উন্নয়ন প্রক্রিয়াকে অব্যাহত রাখতে হবে।
চারদলীয় জোট সরকারের আমলে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ মাথাচার দিয়ে উঠেছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়া০মী লীগ ক্ষমতায় এসে জঙ্গিবাদকে দমন করেছে। এ দেশটাকে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশ গড়ার ঘোষণা দেন তিনি।
মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়ন এবং মৌলিক চাহিদা পূরণের চেষ্টা করছেন বলেও জানান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, কিছু কিছু মানুষ দেশের স্বার্থ বিনষ্ট করতে চায়। তাদের প্রতিহত করতে হবে। তারা দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে গৌতম বৌদ্ধের অহিংস নীতি অনুসরণ করার কথা বলেন প্রধানমন্ত্রী।
বৌদ্ধবিহারের উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়ে তিনি বলেন, ঢাকার উত্তরায় ও বাড্ডায় বিহার নির্মাণে আমরা জায়গার ব্যবস্থা করেছি।
তিনি বলেন, সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করেছি। দেশেকে ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার ঘোষণা দেন তিনি।