বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরো জোরদারের প্রতিশ্রুতি হিনার

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরো জোরদারের প্রতিশ্রুতি হিনার

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক অতীতের চেয়ে ভবিষ্যতে আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী  হিনা রাব্বানি।

শুক্রবার দুপুর পৌনে ৩টায় বিরোধীদলীয় নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।  খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

হিনা রাব্বানি বলেন, পাকিস্তানের প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি হিসেবে তিনি বাংলাদেশে এসেছেন। আগামী ২২ নভেম্বর পাকিস্তানে অনুষ্ঠেয় ডি-৮ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতেই তার এ সফর তিনি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরই অংশ হিসেবে বিরোধীদলীয় নেত্রীর সঙ্গে সাক্ষাত করেন।

হিনা রাব্বানি খার শুক্রবার সকালে একদিনের সফরে ঢাকা আসেন।

বাংলাদেশ রাজনীতি