‘মেডাল অব অনার: ওয়ারফাইটার’ শিরোনামে একটি ভিডিও গেমসে বেতনভুক কনসালট্যান্ট হিসাবে কাজ করায় মার্কিন নেভি সীলসের ৭ জন সদস্যকে শাস্তি দেয়া হয়েছে। আল-কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনকে হত্যায় অংশগ্রহণকারী মার্কিন নেভি সীলের এ ইউনিট ‘বিন লাদেন ইউনিট টিম সিক্স’ নামে পরিচিত। বিবিসির খবরে একথা বলা হয়।
ভর্ৎসনা করে নেভি সীলসের এই ৭ সদস্যের কাছে চিঠি পাঠানো হয়েছে এবং ভিডিও গেমসে কাজ করার জন্য তাদের দু’মাসের বেতনের অর্ধেক আটক রাখা হয়েছে। বিন লাদেন ইউনিট টিম সিক্সের যেসব সদস্যকে শাস্তি দেয়া হয়েছে তাদের মধ্যে ২০১১ সালের ২ মে পাকিস্তানের এবোটাবাদে ওসামা বিন লাদেনকে হত্যায় অংশগ্রহণকারী একজন সদস্যও রয়েছে। আরো যাদেরকে শাস্তি দেয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে দু’জন সিনিয়র চিফ স্পেশাল অপারেটর এবং ৫ জন চিফ স্পেশাল অপারেটর। এই ৭ জন সৈন্য গত বসন্ত ও গ্রীষ্মকালে দু’দিন ভিডিও গেমসে কাজ করেছে। ইলেক্ট্রোনিক্স আর্টস সম্প্রতি ভিডিও গেমসটি প্রকাশ করেছে। কমান্ডোরা ইলেক্ট্রোনিক্স আর্টসের কাছে কতটুকু গোপনীয়তা ফাঁস করেছে তা স্পষ্ট নয়। বাস্তব রূপদানে সক্রিয় সার্ভিসে নিয়োজিত এবং অবসরপ্রাপ্ত কমান্ডোরা ভিডিও গেমসে অংশগ্রহণ করে।
এসব সৈন্যের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ, কমান্ডের অপব্যবহার, কর্তব্যে অবহেলা এবং অতি গোপনীয় তথ্য ফাঁস করার অভিযোগ আনা হয়েছে। ইউনিট টিম সিক্স একটি অতি পরিচিত নাম। টি-শার্টে তাদের নাম শোভা পাচ্ছে। চলচ্চিত্রে বারবার তাদের নাম উচ্চারিত হচ্ছে। সম্প্রতি নেভি সীলের আরেকজন সদস্য ‘নো ঈজি ডে’ নামে একটি বই লিখেছে। নেভি সীলের সদস্যরা একটি অলিখিত চুক্তির প্রতি সম্মান দেখায়। এ চুক্তিতে তারা লোকচক্ষুর আড়ালে থাকার প্রতিশ্রুতি দেয়।