আমলা-ক্যালিসের ব্যাটিংয়ে অসহায় অস্ট্রেলিয়া

আমলা-ক্যালিসের ব্যাটিংয়ে অসহায় অস্ট্রেলিয়া

সিরিজের প্রথম টেস্টের শুরুর দিনে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের বিপক্ষে দারুণ একটি দিন পার করেছে দক্ষিণ আফ্রিকা। আলোক স্বল্পতার কারণে মাঝে খেলা কিছুক্ষণ বন্ধ থাকলেও স্বাগতিকদের মাঠে দুর্দান্ত খেলেছেন হাশিম আমলা ও জ্যাক ক্যালিস। উভয়ের অপরাজিত অর্ধশতকের ওপর ভর করে প্রথম ইনিংসে দুই উইকেট হারিয়ে দিন শেষে প্রোটিয়াসদের সংগ্রহ ২৫৫।

ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। দলের ২৯ রানের মধ্যে প্রথম উইকেট তারা। ব্যক্তিগত ১০ রানে জেমস প্যাটিনসনের বলে এলবিডব্লু’র ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন অধিনায়ক স্মিথ।

অধিনায়কের বিদায়ের পর অন্য উদ্বোধনী ব্যাটসম্যান আলভিরো পিটারসেন জুটি বাঁধেন হাশিম আমলার সঙ্গে। তাদের ব্যাটিংয়ে দ্রুতই বিপদ সামল দেয় দক্ষিণ আফ্রিকা। নাথান লিওনের বলে যখন পিটারসেন (৬৪) আউট হন তখন ভালো অবস্থায় রয়েছে প্রোটিয়াসরা। দুই উইকেটে তাদের সংগ্রহ ১১৯ রান।

তৃতীয় উইকেটে আমলার সঙ্গে যোগ দেন অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তাদের কুশলী ব্যাটিংয়ের সামনে সুবিধা করতে পারেনি অসিদের গতি ঝড়। শেষপর্যন্ত ১৩৬ রানে অবিচ্ছিন্ন থেকে দিনের খেলা শেষ করে এই জুটি। হাশিম আমলা ৯০ (*) রান করেন। আর ক্যালিসের ব্যাট থেকে আসে অপরাজিত ৮৪ রান।

খেলাধূলা