দৃক গ্যালারিতে শুরু হয়েছে ‘হোয়েন ড্রিমস কাম ট্রু’

দৃক গ্যালারিতে শুরু হয়েছে ‘হোয়েন ড্রিমস কাম ট্রু’

রোজপেটালডেকর ও ড্রিমক্যাচার্সের যৌথ আয়োজনে ধানমন্ডির দৃক গ্যালারিতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী বিয়ের ফটোগ্রাফি প্রদর্শনী ও ইভেন্ট সল্যুশন ভিত্তিক আয়োজন ‘হোয়েন ড্রিমস কাম ট্রু’।

৮ নভেম্বর বিকাল ৪টায় ধানমন্ডির দৃক গ্যালারিতে প্রদর্শনীটির উদ্ভোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক রহমাত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনন্দভূবনের সম্পাদক ইকবাল খোরশেদ।

প্রদর্শনীটিতে থাকছে বিয়ে ও জন্মদিনের বিভিন্ন ডেকোরেশন, বিয়ের ছবি ও ভিডিও প্রদর্শনী, ফ্রি মেহেদি, লাইভ ছবি তোলাসহ আরও অনেক কিছু।

প্রদর্শনীটি চলবে ৮ নভেম্বর থেকে ১০ নভেম্বর প্রতিদিন দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।

বিনোদন