বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, খাদ্যপণ্যে ফরমালিনের ব্যবহার বন্ধে আমদানির ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। এখন থেকে ফরমালিন আমদানির আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশসহ বাণিজ্য মন্ত্রণালয় থেকে আমদানির প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করতে হবে।
ফরমালিন আমদানি, বিক্রয় ও ব্যবহারের বিস্তারিত বিবরণ রেজিষ্টারে সংরক্ষণ করতে হবে। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারের বিভিন্ন সংস্থা এ রেজিষ্টারগুলো নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করবে। দেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে হাট-বাজারগুলোকে অল্প দিনের মধ্যে ফরমালিন মুক্ত করা হবে। তিনি আজ ঢাকায় এফবিসিসিআইয়ের উদ্যোগে এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের আর্থায়নে মহাখালি কাঁচাবাজারকে ফরমালিন মুক্ত বাজার ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মন্ত্রী বলেন, ভোক্তা ও ব্যবসায়ীদের ফরমালিনের বিষয়ে সচেতন হতে হবে। ক্রেতাদের সন্দেহ হলেই খাদ্যপণ্যে ফরমালিন আছে কি না, তা পরীক্ষা করতে হবে। বাজার সমিতি এ বিষয়ে ভোক্তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থা বাজার অভিযান চালাচ্ছে। অপরাধীদের জেল-জরিমানাসহ আর্র্থিক দণ্ড দেয়া হচ্ছে। ভেজাল বিরোধী সচেতনতা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, অসৎ উদ্দেশ্যে ফরমালিন বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর আইন তৈরি করা হচ্ছে। সরকার মানুষের জন্য ভেজালমুক্ত খাদ্যপণ্য নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের বিভিন্ন বিভাগ ও মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। বেসরকারি পর্যায়ে এ ধরনের যে কোন উদ্যোগে সরকার প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে। অনুষ্ঠানে মন্ত্রী স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্থায়নে এবং এফবিসিসিআইয়ের সহযোগিতায় ফরমালিন পরীক্ষার মেশিন মহাখালি আদর্শ বাজার কমিটির কাছে হস্তান্তর করেন এবং মেশিন পরিচালনায় প্রশিক্ষণ প্রাপ্ত ইমান আলীর কাছে সার্টিফিকেট হস্তান্তর করেন। এফবিসিসিআইয়ের প্রথম সহ-সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংসদ সদস্য ও বিশিষ্ট সংগীত শিল্পী মমতাজ বেগম এবং এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সিরাজ উদ্দিন আহমেদ, স্ট্যান্ডার্ড ব্যাংকের চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, এফবিসিসিআইয়ের পরিচালক মো. হেলাল উদ্দিন এবং মহাখালি আদর্শ বাজার কমিটির নেতৃবৃন্দ। |