জাতীয় পার্টি চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘আসন্ন জাতীয় নির্বাচন যার অধীনেই হোক, জাতীয় পার্টি (জাপা) এককভাবে অংশ নেবে। যেহেতু জাপা এককভাবে নির্বাচনে অংশ নেবে, তাই সময়মতো মহাজোট থেকে বের হয়ে আসবে জাতীয় পার্টি।’
আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট সার্কিট হাউসে জাতীয় পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এরশাদ এসব কথা বলেন। এর আগে তিনি সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করেন।
এরশাদ আরও বলেন, ‘দল ও নেতা-কর্মীদের উজ্জীবিত রাখার জন্য জাপা এককভাবে নির্বাচনে যাবে। সঠিক সময়ের মধ্যে নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে সব দলের নির্বাচনে যাওয়া প্রয়োজন।’
প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে না গেলে জাতীয় পার্টির অবস্থান কী হবে—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘নির্বাচনে কে এল, না এল, এটা জাপার দেখার বিষয় নয়। বিগত সাড়ে তিন বছর ধরে বলে আসছি, জাপা আগামী জাতীয় নির্বাচনে এককভাবে অংশ নেবে। এটাই আমার শেষ কথা।’
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে এরশাদ বলেন, ‘তত্ত্বাবধায়ক পদ্ধতি ফিরে আসবে বলে আমার মনে হয় না। তত্ত্বাবধায়ক সরকারে আর ফিরে যাওয়ার সুযোগও সংবিধানে নেই। সংবিধান বাঁচানোর জন্য সব দলের নির্বাচনে আসা উচিত।’
দলীয় নেতা-কর্মীদের দাবি, এরশাদ আগামী জাতীয় নির্বাচনে সিলেট-১ আসনে প্রার্থী হোন। এ প্রসঙ্গে সাংবাদিকেরা তাঁর মতামত জানতে চাইলে এরশাদ বলেন, ‘সিলেট-১ আসন একটি মর্যাদাপূর্ণ আসন। এ আসনে নির্বাচন করতে পারলে ভালো হতো। তবে এ ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেইনি। রংপুরের একটি আসনও আমি ছেড়ে দিয়েছিলাম। এখন দেখি কোনটিতে প্রার্থী হই।’ জাতীয় পার্টি থেকে নির্বাচনে অংশ নিতে দল মনোনীত তালিকা প্রসঙ্গে এরশাদ বলেন, ‘সিলেটের জন্য যোগ্য প্রার্থীদের একটি প্রাথমিক তালিকা করা হয়েছে। তবে এটা কোনো চূড়ান্ত তালিকা নয়। আরও কিছুদিন পর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।