ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে বাবা-মাকে হত্যা করেছে এক কিশোর : এফবিআই

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে বাবা-মাকে হত্যা করেছে এক কিশোর : এফবিআই

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা ষড়যন্ত্রের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের এক কিশোর তার বাবা–মাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ১৭ বছর বয়সী ওই কিশোরের নাম নিকিতা কাসাপ। নিকিতা কাসাপের বিরুদ্ধে তার মা ৩৫ বছর বয়সী তাতিয়ানা কাসাপ এবং ৫১ বছর বয়সী সৎ বাবা ডোনাল্ড মেয়ারকে হত্যার অভিযোগ আনা হয়েছে। তাদের গত ২৮ ফেব্রুয়ারি নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়।

নতুনভাবে প্রকাশিত আদালতের নথির ভিত্তিতে আরো অভিযোগ করা হয়েছে, ওয়াউকেশা কাউন্টি শেরিফের কার্যালয় অনুসন্ধান চালিয়ে কাসাপের ফোনে ‘দ্য অর্ডার অব নাইন অ্যাঞ্জেলস’ নামক একটি নেটওয়ার্ক সম্পর্কিত তথ্য খুঁজে পায়। যা নব্য-নাৎসি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত এবং তাতে অ্যাডলফ হিটলারের প্রশংসা করা হয়। এ ছাড়াও শেরিফের কার্যালয় প্রেসিডেন্টকে হত্যা, বোমা তৈরি এবং সন্ত্রাসী হামলার বিষয়ে আত্মবর্ণিত একটি ইশতেহার সম্পর্কিত বিভিন্ন ছবি ও বার্তা খুঁজে পেয়েছে।

আদালতের নথি অনুসারে, তদন্তকারীরা ইহুদি-বিরোধী লেখাও আবিষ্কার করেছেন।
অভিযুক্ত ব্যক্তি সরকার উৎখাতের বৃহত্তর লক্ষ্যের অংশ হিসেবে ট্রাম্পকে হত্যার পরিকল্পনার বিস্তারিত বর্ণনা করেছেন বলে অভিযোগ রয়েছে। সন্দেহভাজন ওই কিশোরের বিরুদ্ধে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড, মৃতদেহ লুকানো এবং নিজের পরিচয় লুকানোসহ অঅরো সাতটি গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে।

দুই সপ্তাহ ধরে ছেলেটি স্কুলে না যাওয়ার পর স্থানীয় কর্মকর্তারা মিলওয়াকির কাছে ওয়াউকেশা গ্রামে তাদের বাড়িতে গেলে তার বাবা-মাকে মৃত অবস্থায় পায়। ওই কিশোরের বিরুদ্ধে করা একটি ফৌজদারি অভিযোগ অনুসারে, তার সৎ বাবা মেয়ার মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন এবং মা ১১ ফেব্রুয়ারি বা তার কাছাকাছি সময়ে একাধিক গুলিবিদ্ধ অবস্থায় মারা গিয়েছিলেন।

তদন্তকারীরা জানিয়েছেন, যেদিন তাদের মৃতদেহ পাওয়া যায়, পুলিশ সেদিনই কানসাস রাজ্যে আসামীকে বাবা মেয়ারের ২০১৮ সালের ভক্সওয়াগেন অ্যাটলাস গাড়ি চালানোর সময় তাকে আটক করে। গাড়িতে মেয়ারের কেনা পয়েন্ট ৩৫৭ ম্যাগনাম রিভলভার, দম্পতির চারটি ক্রেডিট কার্ড, মূল্যবান গয়না, একটি সিন্দুক এবং ১৪ হাজার ডলার ছিল বলে ফৌজদারি অভিযোগে বলা হয়েছে।

এফবিআইয়ের খুঁজে পাওয়া তিন পৃষ্ঠার একটি নথিতে ট্রাম্পকে হত্যা করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিপ্লব ঘটানোর এবং শেতাঙ্গ জাতিকে রক্ষার আহ্বান জানানো হয়েছে। একটি ফেডারেল হলফনামা অনুযায়ী, নিকিতা কাসাপ লিখিত নথি ও ক্ষুদে বার্তার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টকে হত্যার আহ্বান জানিয়েছিল এবং মার্কিন সরকারকে উৎখাতের ডাক দিয়েছিল।

তদন্তকারীরা বলেছেন, ‘তার বাবা-মাকে হত্যার অভিযোগটি এমন একটি প্রচেষ্টার অংশ বলে মনে হচ্ছে, যার উদ্দেশ্য ছিল তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য ‘আর্থিক সামর্থ্য ও ব্যক্তিস্বাধীনতা’ অর্জন করা।

আদালতের নথিতে অভিযোগ করা হয়েছে, সন্দেহভাজন ব্যক্তি রাশিয়ার লোকদের সঙ্গে তার বাবা-মাকে হত্যার পরিকল্পনা সম্পর্কে কথা বলছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কাসাপ আক্রমণ করার জন্য ড্রোন এবং বিস্ফোরক কিনতে কিছু টাকা পরিশোধ করেছিল। কাসাপের ফোনে একটি ছবি এবং বার্তা ছিল, যাতে ড্রোনকে কীভাবে আক্রমণাত্মক ড্রোন হিসেবে ব্যবহার করা যায়, সে তথ্য ছিল। এ ছাড়া ইউক্রেনে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও ছিল তার।

তদন্তকারীরা আরো জানিয়েছেন, ‘প্রেসিডেন্টকে হত্যা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার উৎখাতের পরিকল্পনা সম্পর্কে তিনি অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ করছিল।’

সন্দেহভাজন ব্যক্তির ৯ এপ্রিল প্রাথমিক আদালতে শুনানি হয়েছিল। তিনি অভিযোগের বীপরিতে কোনো আবেদন করেননি। আদালতের নথিতে বলা হয়েছে, শুনানির জন্য আগামী ৭ মে কাসাপের ওয়াউকেশা কাউন্টি আদালতে উপস্থিত হওয়ার কথা রয়েছে। যেখানে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হবে।

সূত্র : বিবিসি, সিএনএন

আন্তর্জাতিক শীর্ষ খবর