মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন শেষ হলেও এ নির্বাচনের ফলাফল নিয়ে বিশ্লেষণ এখনো শেষ হয়নি। এ নির্বাচনে ভোটারদের ভোটদানে একটি বিশেষ প্রবণতা ফুটে উঠেছে। মার্কিনীরা জাতি হিসাবে এক হলেও ভোটদানে তাদের বর্ণগত পরিচিতির প্রকাশ ঘটেছে। দেশটিতে দিনদিন শ্বেতাঙ্গদের সংখ্যা ও প্রভাব হ্রাস পাচ্ছে। বিপরীতে বৃদ্ধি পাচ্ছে অশ্বেতাঙ্গ আমেরিকাদের সংখ্যা ও প্রভাব। সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে তারই প্রতিফলন ঘটেছে।
দেশব্যাপী জরিপে আমেরিকান ভোটারদের শুধু রাজনৈতিক নয়, ভৌগোলিক, জাতিগত ও সাংস্কৃতিকভাবে বিভক্ত হয়ে পড়তে দেখা গেছে। নির্বাচনে আমেরিকান ভোটাররা পুরুষ ও মহিলা, শ্বেতাঙ্গ ও সংখ্যালঘু, ধনী ও দরিদ্র এবং তরুণ ও প্রবীণে বিভক্ত হয়ে পড়ে। সংখ্যালঘুদের ওপর প্রভাব কৃষ্ণাঙ্গ আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামাকে দোদুল্যমান রাজ্যগুলোতে বিজয়ী হতে সহায়তা করেছে। সংখ্যালঘু কৃষ্ণাঙ্গ আফ্রিকান-আমেরিকানদের ৯৩ শতাংশ ভোটার ভোট দিয়েছেন তাকে। বিগত ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও সংখ্যালঘু কৃষ্ণাঙ্গ ভোটারদের ৯৫ শতাংশ পেয়েছিলেন ওবামা। এশীয়দের মধ্যে তার জনপ্রিয়তা অসম্ভব বৃদ্ধি পেয়েছে। ৬ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি এশীয় ভোটারদের ৭৩ শতাংশ ভোট পেয়েছেন।
প্রেসিডেন্ট ওবামা শুধু আফ্রিকান-আমেরিকানদের বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন তাই নয়, তিনি ৭১ শতাংশ হিস্পানিক ভোটারদের ভোটও পেয়েছেন। ২০০৮ সালে তিনি পেয়েছিলেন হিস্পানিকদের ৪৪ শতাংশ ভোট। তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বি মিট রমনি পেয়েছেন হিস্পানিকদের ২৭ শতাংশ ভোট। ফ্লোরিডা ও অরলান্ডোতে হিস্পানিকরা হলো সংখ্যগরিষ্ঠ। প্রেসিডেন্ট ওবামা ফ্লোরিডার হিস্পানিক অধ্যুষিত ব্রাউওয়ার্ড, পাম বীচ ও মায়ামি-ডাডে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ওবামার বিপরীতে রিপাবলিকান প্রার্থী আরিজোনার সিনেটর জন ম্যাককেইন পেয়েছিলেন হিস্পানিকদের ৩১ শতাংশ ভোট।
মহিলাদের মধ্যে প্রেসিডেন্ট ওবামার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এবারের নির্বাচনে ৫৫ শতাংশ মহিলা ভোটার ভোট দিয়েছেন তাকে। তবে এবার তিনি মহিলাদের ভোট পেয়েছেন আগের চেয়ে এক শতাংশ কম। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ৫৬ শতাংশ মহিলা ভোটার তাকে ভোট দিয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বি সিনেটর জন ম্যাককেইন পেয়েছিলেন ৪৩ শতাংশ মহিলা ভোট।
অন্যদিকে ওবামার প্রতিদ্বন্দ্বি মিট রমনি শ্বেতাঙ্গ ভোটারদের ভোট পেয়েছেন ৫৯ শতাংশ। বিপরীতে ওবামা পেয়েছেন ৩৯ শতাংশ শ্বেতাঙ্গ ভোট। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ৪৩ শতাংশ শ্বেতাঙ্গ ভোটারের সমর্থন পেয়েছিলেন। দোদুল্যমান রাজ্য ওহাইওতে ওবামা পেয়েছেন ৪২ শতাংশ শ্বেতাঙ্গ ভোট। একই রাজ্যে তিনি কৃষ্ণাঙ্গ ভোটারদের ভোট পেয়েছেন ৯৬ শতাংশ।
প্রেসিডেন্ট ওবামা কৃষ্ণাঙ্গ ভোটারদের সিংহভাগ ভোট পেলে ইলেক্টোরাল কলেজে তাদের প্রতিনিধিত্ব মাত্র ২৮ শতাংশ। তবে কোনো কোনো রাজ্যে কৃষ্ণাঙ্গ ভোটাররা সংখ্যাগরিষ্ঠ। ইন্ডিয়ানা হলো এমনি একটি রাজ্য। এ রাজ্যে ৯০ শতাংশ হলো কৃষ্ণাঙ্গ ভোটার। চার বছর আগে অশ্বেতাঙ্গরা ওবামার প্রতি কম উৎসাহী হলেও তিনি তাদের চটিয়ে দেয়ার চেষ্টা করেননি।