আদালতের দেওয়া শর্ত ভঙ্গ করায় যুক্তরাষ্ট্রে ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাতা নকুলা বেসেলিকে এক বছরের কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। ক্যালিফোর্নিয়ার একটি আদালত এ রায় ঘোষণা করেন। বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
২০১০ সালের প্রতারণার মামলায় নকুলা আদালতের দেওয়া বিধিনিষেধের মধ্যে চারটি শর্ত ভঙ্গ করায় তাঁকে এ কারাদন্ড দেওয়া হয়েছে। তবে এর সঙ্গে বিতর্কিত চলচ্চিত্রের কোনো সম্পর্ক নেই।
ক্যালিফোর্নিয়ার জেলা বিচারপতি ক্রিস্টিনা স্নাইডার বলেন, ৫৫ বছর বয়সী নকুলাকে অবশ্যই এক বছরের কারাদন্ড ভোগ করতে হবে। এরপর তিনি মুক্তি পেলেও তাঁকে চার বছর পর্যবেক্ষণে রাখা হবে।
আইনজীবীরা জানান, বিভিন্ন নামে প্রায় ৬০টি ব্যাংক হিসাব খুলে চেক জালিয়াতি করার অভিযোগে নকুলাকে ২০১০ সালে ২১ মাসের কারাদন্ড দেওয়া হয়েছিল।
সাজা শেষে কারাগার থেকে মুক্তি পেলেও তাঁকে কিছু বিধিনিষেধ মেনে চলতে বলা হয়। এর মধ্যে তাঁর আবেক্ষণ কর্মকর্তার অনুমতি ছাড়া তিনি পাঁচ বছর কম্পিউটার বা ইন্টারনেট ব্যবহার করতে না পারার শর্ত ছিল।
মার্কিন কর্তৃপক্ষের ধারণা, ‘ইনোসেন্স অব মুসলিমস’ বিতর্কিত এই চলচ্চিত্রের পেছনে নকুলার হাত রয়েছে। তবে ইন্টারনেটে তিনিই চলচ্চিত্রটি পোস্ট করেছেন কি না, এ বিষয়ে কিছু বলা হয়নি। এদিকে এ চলচ্চিত্রটি ইন্টারনেটে প্রকাশ পাওয়ার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতিবাদের ঝড় ওঠে। এ প্রতিবাদ পরে সহিংসতায় রূপ নেয়।