দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া।
রাষ্ট্রপতি বুধবার এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, শান্তিপূর্ণ ও স্থিতিশীল বিশ্ব গড়তে বারাক ওবামা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। বারাক ওবামা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এ সম্পর্ক আরো সমপ্রসারিত ও গভীরতর হবে বলে রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেন।
রাষ্ট্রপতি জিল্লুর রহমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করেন।
বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা পুনর্নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানিয়েছেন।
পুনরায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বারাক ওবামাকে অভিনন্দন জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জাস্ট নিউজকে বলেন, ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় খালেদা জিয়া তাকে এ অভিনন্দন জানান।
মঙ্গলবার তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বারাক ওবামা প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হন। এর মধ্যদিয়ে তিনি আরো চার বছর মার্কিন যুক্তরাষ্ট্র শাসন করার সুযোগ পেলেন। জয়ের জন্য ২৭০ ইলেকটোরাল ভোটের প্রয়োজন হলেও ওবামা পান ৩৩২টি ভোট।