জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক জহিরুল আলম রুবেল বলেছেন, ২২ বছর যাবৎ গনতন্ত্রের লেবাসে দেশে স্বৈরতন্ত্র চলছে। দেশের বড় দুইটি দল তথাকথিত গনতন্ত্রের নামে অবাধ লুটপাট, দূর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ান, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন, রাজনৈতিক প্রতিহিংসা, হত্যা, গুম, লাগামহীন ভাবে দ্রব্য মূল্যের উর্দ্ধগতি ছাড়া জাতিকে আর কিছুই দিতে পারে নাই।
তিনি আরও বলেন, যে দল যখন ক্ষমতায় আসে তখন তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। তাদের কাছে জনগনের মৌলিক চাহিদা বাস্তবায়নের পরিবর্তে দলীয় নেতা – কর্মীদের চাহিদা ক্ষমতাসীনদের কাছে মূখ্য হয়ে পড়ে, আর সর্বক্ষেত্রে দলীয় করনের জন্য দেশবাসীর কাছে প্রশাসন প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তিনি বলেন, তাই গোটা জাতি আজ এই লুটেরাদের থেকে মুক্তি চায়। এর জন্য এরশাদের নেতৃত্বে দেশবাসীকে এক হতে হবে।
গতকাল বুধবার জাতীয় পার্টির তোপখানাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মতিঝিল� পল্টন�শাহবাগ ও রমনা থানার জাপার এক যৌথ সভায় প্রধান অতিথি বক্তব্যে জহিরুল আলম রুবেল এসব কথা বলেন।
ইব্রাহীম আজাদের সভাপতিত্বে যৌথ সভায় আরও বক্তব্য রাখেন মহানগর জাপা নেতা সিরাজুল আবেদীন মাসুদ, শেখ নেয়ামত উল্লাহ্ নবু, জাহিদ হোসেন বিপ্লব,মফিজুর রহমান লিটন, শারমিন পারভীন লিজা, জুবের আলম রবিন, নাজিম আহমেদ নাজিম, আব্দুর রব, হিরু বাবুল, জাহাঙ্গীর আলম, মিনি খান, রকিব, এড: আমির প্রমুখ।