নাইজেরিয়ার শ্রমিক ইউনিয়ন নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে তাদের রাজপথের বিক্ষোভ কর্মসূচি বাতিল করেছে। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী ডাকা ধর্মঘট অব্যাহত রয়েছে।
সোমবার নাইজেরিয়া লেবার কংগ্রেস প্রধান আবদুল ওয়াহিদ ওমর বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে বলেন, ‘দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার কথা বিবেচনা করে আমরা রাজপথের বিক্ষোভ কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
তবে ধর্মঘটের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, দেশব্যাপী ধর্মঘট কর্মসূচি অব্যাহত থাকবে।
ওমর জানান, আফ্রিকার জনবহুল ও সবচেয়ে বেশি তেল উৎপাদনকারি দেশে লাগাতারভাবে চলা ধর্মঘট অবসানের লক্ষ্যে রোববার রাতে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক চলাকালে প্রেসিডেন্ট গুডলাক জনাথন দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
ওমর আরো জানান, জনাথন বিভিন্ন শর্তসাপেক্ষে ইস্যুটি স্থগিত রাখার ব্যাপারে তার সিদ্ধান্তের কথা আমাদের জানান।
ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়ার ক্ষেত্রে শ্রমিক ইউনিয়নের কাছে প্রেসিডেন্টর এই অবস্থান সুস্পষ্ট না হওয়ায় এ ব্যাপারে আরো আলোচনার আগে জ্বালানি তেলের দাম আগের অবস্থায় রাখার দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভের ডাক দেয়া হয়। এতে অংশ নিতে হাজার হাজার লোক রাজপথে নেমে আসে।