যুক্তরাষ্ট্রেই গণতন্ত্র রয়েছে, বাংলাদেশে নেই- এরশাদ

যুক্তরাষ্ট্রেই গণতন্ত্র রয়েছে, বাংলাদেশে নেই- এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, যুক্তরাষ্ট্রেই গণতন্ত্র রয়েছে, বাংলাদেশে নেই। বাংলাদেশে মার্কিন দূতাবাসের আয়োজনে হোটেল ওয়েস্টিনে এক ডামি ভোট অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি একথা বলেন।
এরশাদ এসময় বলেন, যুক্তরাষ্ট্রেই গণতন্ত্র রয়েছে। সেখানে ভোট হয়েছে নির্বিঘে। কাটাকাটি মারামারি কিছু নেই। পক্ষান্তরে বাংলাদেশে গণতন্ত্র নেই বলে মন্তব্য করেন তিনি।
এরশাদ বলেন, মানুষের মন-মানষিকতার পরিবর্তন না হলে এদেশে কোনো পদ্ধতির নির্বাচন করে কিছুই হবে না। আমাদের সবাইকে মানতে হবে যেটাই জনগণের মতামত সেটাই মেনে নেব; কিন্ত মানি না।

তিনি বলেন, প্রেসিডেন্সিয়াল পদ্ধতির সরকার ব্যবস্থায় অনেক বেশি কাজ করা যায়। আমার সময় যে পরিমাণ কাজ হয়েছিল গত বিশ বছরে সে পরিমান কাজ হয়নি। কারণ প্রেসিডেন্সিয়াল পদ্ধতিতে সিদ্ধান্ত দ্রুত নেওয়া যায় যা সংসদীয় শাসন ব্যবস্থায় সম্ভব নয়।
বাংলাদেশে যেভাবে নির্বাচন হয় সেভাবে চলে না। মারামারি কাটাকটি হয়, ভোট কেনাবেচা হয়। ব্যালট বাক্স ছিনতাই হয়। গণতন্ত্র থেকে আমরা বহু দূরে রয়েছি।
তিনি আরও বলেন, সামনে নির্বাচন হবে কি না আল্লাহ্-ই জানে। রাজনীতিক হয়ে আমাদের দুঃখ, আমরা জানি না আসলেই নির্বাচন হবে কি-না। রাজনীতি করি, নির্বাচন হবে, সরকার পরিবর্তন হবে শান্তিপূর্ণভাবে– এ সম্ভাবনা খুবই কম।
তিনি বলেন, আমরা কী জন্য রাজনীতি করি? জানি না। আগামীকাল কী হবে জানি না, সন্তানদের কী হবে জানি না, দেশের কী হবে জানি না। এ ধরণের গণতন্ত্র  মূল্যহীন। বিশ্ববিদ্যালয়গুলোতে পিস্তল, রামদা। এভাবে কি গণতন্ত্র চলে?
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হয়ে গেছে। আমার মনে হয় এ সরকার সংবিধান সংশোধন করে আবার তত্ত্বাবধায়ক আনবে না।  তত্ত্বাবধায়ক ছাড়াও অন্য কোনো পদ্ধতি নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

অন্যান্য বাংলাদেশ রাজনীতি